খবর

ক্লাস চলাকালে ছাত্রীর মাথায় চলন্ত পাখা

লক্ষ্মীপুরে ক্লাস চলাকালে মাথায় চলন্ত পাখা পড়ে ছাত্রী আহত। মঙ্গলবার (১৬ মে) দুপুরে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত ফাহিমা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। দুর্ঘটনায় ফাহিমার চোখের ওপরে কপালের অনেকাংশ কেটে যায়। এতে সাতটি সেলাই লেগেছে। স্থানীয় চাঁদখালী বাজারের পল্লী চিকিৎসক বিপ্লব দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈদ্যুতিক পাখা খুলে গায়ে পড়ায় ফাহিমা ভয় পেয়েছে। তাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে বলা হয়েছে। আহত ফাহিমা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখাগুলো সমস্যা করে যাচ্ছে। মাঝে মাঝে খুলে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতো।

শিক্ষকদের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি। সঠিক সময়ে পাখাগুলোর ত্রুটি সমাধান করলে এখন আর খুলে পড়ত না। ফাহিমাকেও দুর্ঘটনার শিকার হতে হতো না। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ৷ অন্য কোনো উপায় না থাকায় ঝুঁকি থাকা সত্ত্বেও ভবনটিতে পাঠদান কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।

একটি ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।তবে ফাহিমার আহতের বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।