টিপস এন্ড ট্রিকস

ঘরে কিনে রাখা চালে পোকা ধরার সমস্যা দূর করার দারুণ কৌশল

আমাদের প্রধান খাদ্য ভাত। আমরা সবাই জানি ভাত,চাল থেকে উৎপন্ন হয়। আজকে আপনাদের জানাবো,কিভাবে বেশিদিন চাল ড্রামে সংরক্ষণ করবেন। বেশিদিন সংরক্ষণকৃত চালে পোকা ধরার সমস্যায় ভুগেননি এমন মানুষ হয়তো খুব কমই আছে। অনেকেই এই সমস্যা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তবে উপায় জানা থাকলে এসব সমস্যার সমাধান করা খুব সহজ। চলুন আজ জেনে নেয়া যাক চালের পোকা দূর করার দারুণ সব কৌশল…

গোল মরিচ: গোলমরিচও চালের পোকা দূর করতে পারে। এজন্য এক মুঠো আস্ত গোলমরিচ চালের পাত্রে দিয়ে রাখুন। অনেকেই চালের পোকা ধরলে রোদে শুকোতে দেন। এতে পোকা মরে যায় ঠিকই, কিন্তু সেই চালে আর ভালো ভাত হয় না। তাই সরাসরি চাল রোদে না রেখে কৌটোসমেত রেখে দিতে পারেন। রোদের তাপে পোকা মরে যাবে। চালের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে চাল প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন।

আরো পড়ুন: আবারও বাড়ছে চালের দাম!

নিম পাতা: নিম পাতা যেমন মহা ঔষধ ঠিক তেমনি চালের জন্য একটি উপকারী বস্তু। চালে পোকা ধরে গেলে সেই পাত্রে কিছু নিমপাতা রেখে দিন। দেখবেন চালের পোকা চলে গেছে। তাছাড়া চালে পোকা ধরা থেকে মুক্তি পেতে চাইলে আগে থেকেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এতে পোকা ধরার কোনো সুযোগই থাকবে না।

রোদে রাখুন: আপনার ঘরে থাকা চালে যখন পোকা ধরবে তখন সাথে সাথেই আপনি চালগুলো রোদে রেখে দিন। চাল রোদে রাখলে আধা ঘন্টার ভিতরে দেখবেন সব পোকা দূর হয়ে গেছে।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।