ফিচার

জর্দা খাওয়া কি হারাম

অধিকাংশ মানুষ পানের সাথে জর্দা খেয়ে থাকে। জ্বরটা খাওয়া হারাম। আবার কেউ বলে মাকরুহ। সাদা পাতা, গুল-জর্দা মিষ্টি জর্দা কোন অবস্থাতেই খাওয়া যাবেনা এগুলো সুস্পষ্ট হারাম যারা গুল-জর্দা খাওয়াকে মাখরুহ বলেন তাদের কোন দলিল নেই তারা বিনা দলিলে উক্ত বক্তব্য দিয়ে থাকেন।

বরং বিশুদ্ধ মত হল গুল-জর্দা, সাদাপাতা সরাসরি তামাক থেকে তৈরী। আর তামাক বা তামাকজাত যে কোন নেশাদার দ্রব্য খাওয়া সর্বাবস্থায় নিষিদ্ধ। রাসূলুল্লাহ (সালালাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘মাদকতা আনয়নকারী প্রত্যেক বস্ত্তই মদ এবং প্রতিটি মাদকদ্রব্য হারাম’ [সহীহ মুসলিম, মিশকাত হা/৩৬৩৮]। তামাক শুধু মানুষের জন্য নয়, বরং সকল প্রাণীর জন্য ক্ষতিকর।

আরো পড়ুন: যে ৫ দিন রোজা রাখা হারাম

বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব মতে বিশ্বে প্রতিবছর প্রায় ৫০-৬০ লক্ষ লোক তামাকজনিত রোগে মারা যায়। তন্মধ্যে ৬ লাখের অধিক হ’ল পরোক্ষভাবে ধূমপায়ী। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘নিজে ক্ষতিগ্রস্ত হয়ো না এবং অন্যকে ক্ষতিগ্রস্ত করো না’ [ইবনু মাজাহ হা/২৩৪০ সহীহাহ হা/২৫০]। সেজন্য স্বাস্থ্যগত দিক দিয়েও তামাকজাত দ্রব্য অর্থাৎ সাদা পাতা, গুল-জর্দা মিষ্টি জর্দা ইত্যাদি খাওয়া থেকে দূরে থাকা আবশ্যক।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।