ঘন ঘন প্রস্রাব কি ডায়াবেটিসের লক্ষণ
ঘন ঘন প্রস্রাব করা বা বারবার টয়লেটে যাওয়া এই উপসর্গটি দেখা দিলে সবাই আতঙ্কে থাকে। ঘন ঘন প্রস্রাব করা মানে ডায়াবেটিকস হয়ে গেছে এমন কেউ আছে যে বলে থাকে। বয়স্ক মানুষ ও গর্ভবতী নারীরা ঘন ঘন টয়লেটে যেয়ে থাকে। তাই কেউ কেউ বলে যে ডায়াবেটিকস হয়ে গেছে। ব্যাপারটা এমন নয়। ডায়াবেটিস খুব সাধারন একটা রোগ। পুরো পৃথিবীতে এ রোগ ছড়িয়ে পড়ে। আর বাংলাদেশেও এ রোগ আছে। আমরা আজ একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে ডায়াবেটিস সম্পর্কে জানব ও তার লক্ষণ সম্পর্ক জানব…
অনেক মানুষ আছে তাদের ঘনঘন প্রস্রাব হলে মনে করে ডায়াবেটিকস হয়ে গেছে। উত্তরে সিলেট এ ম জি ওসমানী মেডিকেল কলেজের ডাক্তার বলেন, ঘন ঘন প্রস্রাব হলে অনেক রোগী মনে করে তাদের ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস হলে ঘন ঘন প্রস্রাব হতে পারে, কিন্তু ডায়াবেটিস ঘন ঘন প্রস্রাব হওয়ার একমাত্র কারণ নয়। বিভিন্ন কারণ রয়েছে। যেমন-
১.মূত্রনালী বা মূত্রথলী সংক্রমনের কারণ।
২.গর্ভকালীন প্রথম ও শেষ দিকে।
৩.বয়স্ক পুরুষদের প্রস্টেট গ্রন্থির সমস্যায়।
৪.স্ট্রোক ও অন্যান্য স্নায়ুরোগ, মূত্রথলির স্নায়ুবিকলতা, মূত্রথলির ক্যানসার ইত্যাদি।
৫.মস্তিষ্কের টিউমার, বিকিরণ, সার্জারি, আঘাত, কিডনি রোগ ইত্যাদি কারণে মূত্র ৬.নিয়ন্ত্রক এডিএউচ হরমোনের অভাব বা অকার্যকারিতা দেখা দেয়।
৭.থাইরয়েড হরমোন বা করটিসল হরমোনের আধিক্য।
আরো পড়ুন: পেঁয়াজ খেলে কমবে ডায়াবেটিস!
৮.রক্তে ক্যালসিয়াম বা পটাশিয়ামের তারতম্য।
৯.ঘন ঘন প্রস্রাব বা অধিক পরিমাণ প্রস্রাব কোনো রোগ নয় বরং রোগের উপসর্গমাত্র। এর কারণে শরীরে পানিশূন্যতা, পানির ভারসাম্যহীনতা, লবণের ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। তাই এ সমস্যায় আক্রান্ত হলে অবশ্যই ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা আছে কি না, তা পরীক্ষা করে নেওয়া জরুরি।