খেলাধুলা

রেসলিং বা ডাব্লিউডাব্লিউই(WWE) খেলা কি আসলেই বাস্তব

ডাব্লিউডাব্লিউই রেসলিং একটি প্রাচীন আদি খেলা। কালের পরিক্রমায় এর বিভিন্ন রূপ তৈরি হয়েছে। অন্যসব খেলার মত প্রতিযোগিতামূলক না হয়ে এটি বাণিজ্যিক রূপ নিয়েছে। তবুও এর জনপ্রিয়তা কমেনি একটুও, বরং বেড়েছে। যখনই রেসলিং এর কথা আসে তখনই চোখের সামনে ভেসে উঠে রক এবং জন সিনাদের মতো স্টারদের ছবি। একই সাথে একটি প্রশ্নও মাথায় আসে যে এরা কি আসলেই এভাবে মারামারি করে নাকি পুরোটাই মিথ্যা? প্রশ্নটি সহজ হলেও এর উত্তর কিছুটা জটিল। চলুন জেনে নেই রেসিলিং সম্পর্কে কিছু ধারনা।

রেসলিং বা কুস্তি হচ্ছে এক ধরণের শারীরিক প্রতিযোগিতা। এটি একটি কৌশলভিত্তিক খেলা যেখানে দুই বা ততোধিক প্রতিযোগী নির্দিষ্ট কিছু নিয়মের ভিত্তিতে লড়াই করে। যার মধ্যে ক্লিঞ্চ ফাইটিং, থ্রোস ও টেকডাউন, জয়েন্ট লক এবং বিভিন্ন ধরণের গ্র্যাপলিং এর মতো কৌশলগুলো দেখতে পাওয়া যায়।পাঁচ হাজার বছর আগে, সুমেরিয়ানদের সময়ে প্রথম রেসলিং খেলার বিকাশের সন্ধান পাওয়া যায়।

প্রাচীন মিশরেও রেসলিং খেলার অনেক ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক সন্ধান পাওয়া গিয়েছিলো। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেনি-হাসানের সমাধিতে প্রাপ্ত ছবি যেখানে প্রায় ৮০০ জন রেসলারের উপস্থিতি দেখা যায়। এই ছবিগুলো এবং সেইসাথে আরও অনেক নমুনা প্রাচীন মিশরে রেসলারদের সংঘবদ্ধভাবে কাজ করা এবং রেসলিং এর নিয়মকানুনের প্রমাণ দেয়। ১৮৩০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ফ্রান্সে পেশাদার রেসলিং শুরু হয়।

যেসব রেসলাররা রেসলিং এর অভিজাত দলে ঢুকতে পারতো না তারা আলাদা দল তৈরি করে পুরো ফ্রান্স ঘুরে বেড়াতো এবং তাদের রেসলিং দক্ষতা প্রদর্শন করতো। বর্তমানে রেসলিং এর দুইটি রূপ দেখতে পাওয়া যায়। একটি প্রতিযোগিতামূলক এবং অন্যটি বিনোদনমূলক। প্রতিযোগিতামূলক রেসলিংকে বলা হয় অ্যামেচার রেসলিং এবং বিনোদনমূলক রেসলিংকে প্রফেশনাল বা প্রো-রেসলিং হিসেবে চিহ্নিত করা হয়।

রেসলিং এর সত্য-মিথ্যা নির্ভর করে খেলার ধরণের উপর। অ্যামেচার রেসলিং যেহেতু পুরোদস্তুর প্রতিযোগিতামূলক একটি খেলা তার মানে এখানে বানোয়াট কিছু নেই। অন্যদিকে, প্রো-রেসলিং যেহেতু বিনোদনমূলক খেলা তাই এটি অনেকটাই পূর্বপরিকল্পিত। নাটক বা সিনেমাতে যেমন স্ক্রিপ্ট থাকে তেমনি প্রো-রেসলিংও স্ক্রিপ্ট নির্ভর। অর্থাৎ, রেসলিং নাটক বা সিনেমার মতই সত্য এবং মিথ্যা। প্রো-রেসলিং বাকিসব অ্যামেচার রেসলিং এর মতো প্রতিযোগিতামূলক নয়।

আরো পড়ুন: দীর্ঘ জীবন বাঁচতে চাইলে আজই বাদ দিন এই ৪টি কাজ

এটি পরিকল্পিতভাবে সাজানো। তবে একে “মিথ্যা” বলাটাও যৌক্তিক নয়। কেননা সেখানে দেখানো প্রতিটা অ্যাকশন বাস্তব। প্রো-রেসলিং এর এই বিষয়টিকে “Kayfabe” বলা হয় মানে যা কিছু সত্য হিসেবে উপস্থাপিত হয় কিন্তু আদতে স্ক্রিপ্টেড। সুতরাং, রেসলিং মিথ্যা এই কথাটি সম্পূর্ণ সঠিক নয়। কেননা অ্যামেচার রেসলিং বা অলিম্পিকে আমরা যে রেসলিংটি দেখি তা অন্যসব স্পোর্টসের মতই সত্য।

তবে সবচেয়ে বেশি জনপ্রিয় যে রেসলিংটি তার নাম প্রো-রেসলিং বা পেশাদার রেসলিং। এটি পূর্বপরিকল্পিত, সাজানো এবং কোরিওগ্রাফড। অন্য যেকোনো স্টেজ শো’র মতই এটি। ঠিক যে কারণে আমরা কোনো স্টেজ পারফরমেন্সকে মিথ্যা বলি না একই কারণে এটিকেও মিথ্যা বলা দুষ্কর।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।