
অনুলিপি ডেস্কঃ জেনে নিন মাথার উকুন দূর করার সহজ পদ্ধতি: আমাদের দেশে কম বেশি সবাই উকুনের সাথে পরিচিত। ছোট বড় সবাই সেই উকুনের সমস্যায় ভুগি। পুরুষের তুলনায় এই সমস্যায় বেশিরভাগ নারীরাই পড়ে। মাঝেমধ্যে পুরুষদেরও হয়ে থাকে। পুরুষদের তুলনায় নারীদের চুল লম্বা থাকায় সেখানেই বাসা বাদে উকুন।
আর এ সমস্যাটি হলে অনেকেই এটি নিয়ে খোলামেলা কথা বলতেও চান না। এর কারণ হচ্ছে— এটি একজনের মাথা থেকে অন্যজনেরও হতে পারে। চুলের মধ্যে উকুন থাকার সমস্যাটি সাধারণ হলেও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাথায় চুলকানি সৃষ্টির কারণ হওয়ার পাশাপাশি এটি আপনার মাথায় চুলের গোড়া থেকে রক্তও চুষে নেয়। এ ছাড়া মাথাব্যথা এবং ত্বকের নানা সমস্যাও সৃষ্টি করে থাকে এটি। আপনার মাথায় যদি উকুন হয়ে থাকে তাহলে আপনি নিজে বুঝতে পারবেন। উকুনের কামড়ে অনেক সময় আপনি অস্থির হয়ে পড়বেন। এ কথাটি বলার পর আপনি হয়তো নিজেই অবাক হয়ে যেতে পারেন। আপনি ইচ্ছা করলেন ঘরে বসেই এর সমাধান করতে পারেন।খুব সাধারণ কিছু উপাদানই কাজ করবে উকুনের প্রতিকার হিসেবে। জানুন যেভাবে করবেন উকুনের সমস্যায় ঘরোয়া সমাধান
১. নারিকেল তেল> আমরা অনেক সময় উকুন দূর করার জন্য মেডিসিন খোঁজি। কিন্তু আমরা এটা জানি না যে নারিকেল তেল দিয়ে কোন দূর করা যায়। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে কিভাবে আমরা নারকেল তেল দিয়ে উকুন মারবো। তেল দিলে তো মাথায় উকুনের যন্ত্রণা বেড়ে যায়। এজন্য তেলকে কিছুটা গরম করে নিয়ে মাথায় ভালোভাবে ম্যাসাজ করে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন।এভাবে দুই ঘণ্টা রেখে দিয়ে উকুন ওঠানো চিকন চিরুনির সাহায্যে মাথা থেকে উকুন বের করুন। পরে শ্যাম্পু করে নিয়ে কন্ডিশনার ব্যবহার করুন। এভাবে সপ্তাহে এক থেকে দুদিন করলেই দূর হবে উকুন।
২. বেকিং সোডা> মাথা ভালো ভাবে পরিষ্কার করে। সুডার সঙ্গে কন্ডিশনার মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে দিন। পরে চিকন চিরুনি দিয়ে মাথা আঁচড়ালেই বেরিয়ে আসবে বড়-ছোট উকুনসহ উকুনের ডিমও। ভালো ফল পেতে এভাবে কয়েক দিন ব্যবহার করুন।
৩.রসুনের ব্যবহার> ১০ কোয়া রসুন নিন। ভালো করে খোসা ছাড়িয়ে বেটে নিন। এর সঙ্গে ২ চা চামচ লেবুর রস মেশান। পেস্টের মতো তৈরি করে মাথার ত্বকে ভালো করে ঘষে লাগিয়ে নিন। চুলের গোড়ার কোনো অংশ যেন বাদ না যায়! এভাবে ৩০ মিনিট পেস্টটি চুলে লাগিয়ে রাখুন। এর পর হালকা গরম পানিতে চুল ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন এই পদ্ধতিটি কাজে লাগালে উকুনের সমস্যা খুব দ্রুত দূর হয়ে যাবে।
আরো পড়ুন: যে কারণে ভারতের পাঠ্যবইয়ে বাবর আজমের ছবি
৪. পেট্রোলিয়াম জেলি>কিছু পরিমাণে পেট্রোলিয়াম জেলি নিয়ে মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। পরে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে সারারাত রেখে দিন। সকালে চিকন চিরুনিতে বেবি অয়েল লাগিয়ে আঁচড়ালেই বের হয়ে আসবে উকুন। কয়েক দিন এভাবে ব্যবহার করলেই দূর হবে উকুনের সমস্যা।
৫.মেয়োনিজ>উকুন তাড়াতে কার্যকর মেয়োনিজ। সারা রাত মাথায় মেয়োনিজ মাখিয়ে রেখে দিন। ১২ ঘণ্টার বেশি রাখতে পারলে সবচেয়ে ভাল। সকলে মাথায় চিরুনি চালিয়ে নিলেই উকুনের থেকে মুক্তি পাওয়া যাবে। মেয়োনিজ, সাদা ভিনেগার এবং টি ট্রি অয়েল কয়েক ফোঁটা দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার ভালোভাবে চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে রাখুন আধাঘণ্টা। এরপর শ্যাম্পু করে ফেলুন।
৬.চিকন দাঁতের চিরুনি> চিকন দাঁতের চিরুনি ব্যবহার করতে পারেন। প্রাচীন মিশরীয়রা উকুন দূর করতে কাঠের তৈরি খুবই চিকন দাঁতের চিরুনি ব্যবহার করত। চুলে শ্যাম্পু করার পর এই চিরুনি দিয়ে ভালোভাবে চুল ব্রাশ করুন। উকুন অনেকটাই দূর হয়ে যাবে।
৭.লেবুর রস> লেবু প্রাকৃতিক জীবাণুনাশক, যা উকুন দূর করবে। লেবুর রস বের করে তা সরাসরি মাথায় লাগান। এটি এক ঘণ্টা লাগিয়ে রাখুন। এর পর চিরুনির সাহায্যে উকুন দূর করুন। এ পদ্ধতিটি সপ্তাহে দুবার ব্যবহার করুন।
শিশুদের ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ ছাড়া কোনো কেমিকেল পণ্য ব্যবহার করা উচিত হবে নাউকুনের ওষুধ ব্যবহারের সময় কন্ডিশনার ব্যবহার থেকে বিরত থাকুন। কন্ডিশনার উকুনের খাবার। যা একে আরো বেশি দীর্ঘায়ু দিবে।