সন্দেশ

জীবন ও ক্যারিয়ার পরিকল্পনা টিপস।

ক্যারিয়ার বলতে আমরা অনেকেই মনে করি বড় কোনো অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া, কিন্তু ক্যারিয়ারের সংজ্ঞা থেকে আমরা বুঝি যেকোনো পেশায় তার ঈপ্সিত লক্ষ্যে সফলভাবে পৌঁছানো।

ক্যারিয়ার কী ? ক্যারিয়ার শব্দটি ইংরেজি যার অর্থ জীবনের পথে অগ্রগতি বা অগ্রসরণ। জীবনক্রম অথবা জীবনের বিকাশক্রম বা বিকাশ ধারা। ক্যারিয়ার নির্বাচন করা যতটা সহজ মনে করি আমরা ততটা সহজ নয়। ক্যারিয়ার নির্বাচন করা একজন মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ন একটি কাজ। তাই জেনে শুনে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই পোস্টে, আমরা আপনাকে ক্যারিয়ার পরিকল্পনা কী তা বোঝাতে পারি, ক্যারিয়ার পরিকল্পনার একটি সংক্ষিপ্ত বিবরণ দেব, কীভাবে আপনার ক্যারিয়ারের পরিকল্পনা করবেন এবং কীভাবে ক্যারিয়ার নির্বাচন করবেন সে সম্পর্কে সহায়ক এবং ব্যবহারিক টিপস সরবরাহ করব।

ক্যারিয়ার গঠন নিয়ে ভুল ধারণা>ক্যারিয়ার বলতে আমরা অনেকেই মনে করি বড় কোনো অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। কিন্তু ক্যারিয়ারের সংজ্ঞা থেকে আমরা বুঝি যেকোনো পেশায় তার ঈপ্সিত লক্ষ্যে সফলভাবে পৌঁছানো। ধরুন আপনি শিক্ষাগত যোগ্যতায় অন্যের থেকে পিছিয়ে থেকেও সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা হয়ে সমাজের একজন মডেল হতে পারেন। এ ক্ষেত্রে এই সফলতাই হলো আপনার জীবনের ক্যারিয়ার।

অর্থাৎ ব্যক্তির সাধ এবং সাধ্যের সমন্বয় করে ঝোঁক বা ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে যেকোনো পেশায় যোগ্যতা ও দক্ষতাসহকারে সফলতা অর্জনই হলো মূল কথা। কোনো ভুল ধারণাবশত একটা লক্ষ্য অর্জনের ব্যর্থতা নিয়ে অলস বসে থাকার বা নির্দিষ্ট কোনো বৃত্তে ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করে পিছিয়ে পড়ার সুযোগ নেই।ক্যারিয়ার গঠনে আমাদের করণীয়>সফল ক্যারিয়ার গঠন করতে চাইলে ব্যক্তির নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা দরকার : জীবনের লক্ষ্য নির্ধারণ>মাঝিবিহীন নৌকা যেমন লক্ষ্যহীন জীবন তেমন। লক্ষ্যহীন জীবনকে লাগামহীন ঘোড়ার সাথে তুলনা করা যেতে পারে।

মনে রাখতে হবে মানুষের জীবনে যেকোনো কিছু ঘটুক আসলে আমি যা চাই তার আগে আমাকে তা কামনা করতে হবে এবং পূর্ণ নিশ্চিত থাকতে হবে যে তা ঘটবে। আমরা বহু মনীষীর জীবনের লক্ষ্য নির্ধারণ এবং সে লক্ষ্য পৌঁছার সফলতার ইতিহাস জানি। এ ক্ষেত্রে উপমহাদেশের একজন সফল ব্যক্তিত্ব ভারতের সাবেক রাষ্ট্রপতি খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী এপিজে আবদুল কালামের লেখা তার আত্মজীবনীমূলক গ্রন্থ উইংস অব ফায়ার বইয়ে তার নিজের একটি উক্তি আলোকপাত করতে পারি। সেখানে তিনি লিখেছেন, “একেবারে শৈশবকালে আমি মোহাবিষ্ট হতাম আকাশের রহস্যময়তা ও পাখিদের উড্ডয়নে। আমি সারস ও সিগালের উড্ডয়ন লক্ষ্য করতাম আর ওড়ার জন্য আকুল হতাম। যদিও আমি মফস্বলের বালক ছিলাম তবুও আমার বিশ্বাস জন্মেছিল যে একদিন আমিও আকাশে ভাসব। প্রকৃতপক্ষে আমি ছিলাম রামেশ্বরমের (তার নিজ গ্রাম) প্রথম শিশু যে আকাশে উড়েছিল।’

একজন সাধারণ গরিব পরিবারের অসহায় শিশু হয়েও শুধু লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্যপানে পৌঁছার প্রাণান্তকর প্রচেষ্টা আর প্রচণ্ড বিশ্বাস তাকে তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দিয়েছে। একজন মানুষের সর্বাগ্রে জীবনের লক্ষ্য বা টার্গেট নির্ধারণ করা অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে জীবনে সফল হতে হলে এবং ফলাফল পেতে হলে অবশ্যই তিনটি প্রবল শক্তি সম্পর্কে ধারণা রাখতে হবে আর সেগুলোর ওপর কর্তৃত্ব করতে হবে আর তা হলো আকাক্সক্ষা বা লক্ষ্য, বিশ্বাস এবং প্রত্যাশা।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

ক্যারিয়ার পরিকল্পনা কীভাবে করবেন>সফল ক্যারিয়ার গড়ার জন্য আপনার প্রয়োজন ভালো একটি পরিকল্পনা। এর মাধ্যমে আপনি সহজে প্রস্তুতি নিতে পারবেন। ক্যারিয়ার পরিকল্পনা করার ক্ষেত্রে নিজেকে কিছু প্রশ্ন করুন। তাহলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় নিজের কাছে স্পষ্ট থাকতে পারবেন।সময়ের সাথে ক্যারিয়ার পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে স্কুল-কলেজে পড়া শিক্ষার্থীদের এ ব্যাপারে সিদ্ধান্ত নেবার ক্ষমতা এখনো সীমিত। মূলত টেকনিক্যাল সেক্টরে পড়াশোনা করলে বা বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে পরিকল্পনা গ্রহণ করার জন্য কিছুটা হলেও স্বাধীনতা পাওয়া যায়।

আর পড়ুনঃ গ্র্যাজুয়েট হতে ১৪ বছর লাগল সাকিব আল হাসানের

ক্যারিয়ার বাছাই ও ব্যক্তিগত আগ্রহ আপনি কোন ধরনের ক্যারিয়ার চান, তা ঠিক করেছেন কি?উত্তর যদি “না” হয়, তাহলে দুশ্চিন্তার কারণ নেই। ক্যারিয়ার ঠিক করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই।সংক্ষেপে বলা যায়, কর্মজীবন পরিকল্পনা হল আপনি কোন বিষয়ে চমৎকার তা খুঁজে বের করার প্রক্রিয়া; আপনার ক্ষমতা, প্রতিভা, মূল্যবোধ এবং আগ্রহগুলি কার্যকরী পেশা বা পেশায় অনুবাদ করা এবং অবশেষে আপনি আপনার জীবন নিয়ে কী করতে চান তা খুঁজে বের করুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।