খবর

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধায় হিরোইন বিক্রির দায়ে মমিনুল ইসলাম মদন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সোম বার (১০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মমিনুল ইসলাম মদন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে রাষ্টপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফারুক আহমেদ প্রিন্স বলেন, ২০২১ সালের ১৭ মার্চ রাত সোয়া এগারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার সুন্দরজাহান মোড় এলাকায় হেরোইন বিক্রির সময় আব্দুল মালেককে পুলিশ গ্রেফতার করে।

আরো পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৫

এ সময় তার দেহ তল্লাশি করে পলিথিনে ২৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় পরদিন গাইবান্ধা সদর থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা গাওয়ার পরে আজকে শুনানি দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।