আজ থেকে নতুন নিয়মে ২ ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল
আজ থেকে নতুন নিয়মে ২ ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল চলুন দেখে নেই মেট্রোরেল চালু নিয়ে বিস্তারিতো

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকন। যাত্রী পরিষেবা সময় বাড়ছে মেট্রোরেল। তারা একটি সংবাদ সম্মেলনে, বর্তমান সময়সূচি অনুযায়ী মেট্রোরেল ৮:৩০ মিনিট থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত চলাচল করবে। যাত্রীদের টিকেট সংগ্রহ করতে গেট খোলা হবে আটটার দিকে।
ক্রমান্বয়ে সময় বৃদ্ধির লক্ষ্য আগামী ৫ এপ্রিল থেকে মেট্রোল চলে আসলে সময় বাড়ানো হবে। তাছাড়া উত্তরাও দক্ষিণ শেওড়াপাড়া স্টেশনে মেট্রোরেল থামবে বলে জানিয়েছেন। গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬ এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার উড়াল রেলপথের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট পৌনে বারো কিলোমিটার অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরো পড়ুন: পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ, উদ্বোধন করলেন রেলমন্ত্রী
উদ্বোধনের পর দিন থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করে মেট্রোরেল। গত ৯ মার্চ ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল শুরুর পর থেকে ৯ মার্চ পর্যন্ত মেট্রোরেলে ৭ লাখ ৯০ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে। এতে রাজস্ব আয় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ টাকা।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।