ফিচার

যুবকদের মধ্যে মোবাইল ফোন সাইলেন্ট করে রাখার প্রবণতা বাড়ছে কেন

বর্তমানে যুবকদের মোবাইল ফোন রিংটোন অফ করার একটি প্রবণতা দিয়ে এই চলছে। ৬০% যুবকের মোবাইল ফোন সাইলেন্ট করে রাখার প্রভাবনতা বাড়ছে। বিশেষজ্ঞরা বলেন, তরুণরা বিশেষ করে রিংটোন শোনার আগ্রহ হারাচ্ছে। একটা রিপোর্টে জানা যায়, এ
বছরগুলোতে প্রচুর পরিমাণ রিংটোন ডাউনলোড করার হার কমে যাচ্ছে।

রিংটোন ডাউনলোড করা হার প্রায় এক-চতুর্থাংশ কমছে। যুক্তরাজ্যে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে রিংটোন বিষয়ক অ্যাপস নামানোর হার ২০ শতাংশ কমে গেছে। যুক্তরাজ্যের ২০১৬ সালে রিংটোন অ্যাপস ডাউনলোড কারীদের সংখ্যা ছিল ৪৬ লাখ এবং তা কমে ২০২০ সালে ৩৭ লাখ হয়েছে।

রিংটোনে মানুষের আগ্রহ কমার একটা বড় কারণ হলো তরুণদের মধ্যে মুঠোফোন সাইলেন্ট মোডে রাখার প্রবণতা বাড়ছে। তরুণরা কেন ফোন সাইলেন্ট রাখতে পছন্দ করছে‑ এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, তরুণরা এখন স্মার্ট ফোনেই বেশি সময় কাটায়। ফলে বাড়তি শব্দের প্রয়োজন হয় না। যেকোনোও নোটিফিকেশন, মেসেজ বা কল এলে সঙ্গে সঙ্গেই দেখে নেয় তারা।

আরো পড়ুন: ঘুমানোর সময় মোবাইল মাথার কাছে রেখে ঘুমানো কতটা ক্ষতিকর জানেন?

ফোন সবসময় কাছে থাকে বলেই রিংটোন ব্যবহারের প্রয়োজন হয় না। এছাড়া বর্তমানে স্মার্ট ওয়াচের মতো ডিভাইসের জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে নারীরা এই প্রযুক্তির প্রতি বেশি ঝুঁকেছেন। স্মার্ট ওয়াচ স্মার্ট ফোনের সঙ্গে যুক্ত থাকে বলে কোনও নোটিফিকেশন এলে কব্জিতেই ভাইব্রেশন বোঝা যায়। এ কারণে রিংটোন ব্যবহার না করলেও চলে।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।