টিপস এন্ড ট্রিকস

মোবাইল ফোন গরম হয়ে গেলে করণীয়

বর্তমান প্রজন্মে আমরা অনেকে ব্যবহার করিনা। আমরা সবাই একটি সমস্যায় ভুগি তাহলো মাঝেমাঝে মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া। কখনো কখনো নেট চালানোর সময়, কখনো মুভি দেখার সময় আবার কখনো গেম খেলার সময় মোবাইল গরম হয়ে যায়। ফোন যখন হালকাভাবে গরম হয় তখন আমরা বিষয়টা সিরিয়াস ভাবে নেই না।

কিন্তু যখন আমাদের মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় তখন আমরা বিষয়টা আবার সিরিয়াস ভাবে নেই। তবে একটা কথা মনে রাখতে হবে, সামনে গরম আসতেছে তাপমাত্রা বাড়তে পারে। তাই তাপমাত্রা অনুযায়ী মোবাইলের যত্ন খুব জরুরী। যদি আপনার হাতের শখের ফোনটিও অতিরিক্ত গরম হয়ে যায়। আপনি কিভাবে ফোন গরম হওয়া থেকে সমাধান পেতে পারেন সেই বিষয়েই আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো…

১.প্রায় সময় দেখা যায়,মোবাইল ফোনের ডিসপ্লে ব্রাইটনেস অনেক বেশি থাকার কারণে মোবাইলের ওপর বার গরম হয়ে যায়। তবে এটি মোবাইল ফোনের সমস্যা নয়। এতে আপনার চোখে আর মোবাইলের ব্যাটারিতে চাপ পড়া আছে। তাই মোবাইলের ব্রাইটনেস সব সময় অটো ব্রাইটনেস রাখার পরামর্শ দিব।

২. আপনার মোবাইলে যত পরিমান অ্যাপস ব্যবহার করবেন তত পরিমাণ চার্জ বেশি শেষ হবে। তাছাড়া আপনার মোবাইল ফোনে গেম অ্যাপস ডাউনলোড করা থাকলেও মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে। তাই মোবাইলকে গরম হওয়া থেকে রক্ষা করার জন্য এগুলো দ্রুত আনইন্সটল করে দিন।

আরো পড়ুন: হলুদ হয়ে যাওয়া ফোনের ব্যাক কভার নতুনের মতো ঝকঝকে করার সহজ টিপস

৩.আপনার ফোন সিস্টেম এবং অ্যাপস সব সময় আপডেট রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপডেটেড সফটওয়্যার গুলো ফোনকে শুধু স্মুথ এবং ফাস্ট করে তাই নয় ব্যাটারি লাইফ ও ভালো রাখে। কারণ আপডেট সফটওয়্যার গুলো ব্যাটারি অপটিমাইজ করে তৈরি করা হয়। পুরনো ভার্সন ফোনের প্রসেসর এর উপর আপডেট করানোর জন্য ছাপ সৃষ্টি করতে থাকে। এজন্যই ফোন গরম হয়ে থাকতে পারে। যদি আপনার ফোনের কোন সফটওয়্যার আপডেট না করা থেকে এখনই আপডেট করে নিন।

৪.ফোনটিকে সর্বদা লেটেস্ট ভার্সনে আপডেট রাখা অতি গুরুত্বপূর্ণ। এটি কেবল ফোনের ব্যবহারকে স্মুথ এবং ফাস্ট করে তাই নয়। এতে ব্যাটারি স্বাস্থ্যও ভাল থাকে। মোট কথা পুরানো ভার্সনগুলি প্রসেসরের ক্ষতি করে। এছাড়াও ফোনের আরও অনেক ফিচার আছে যা ফোন গরম করার কারণ হয়ে ওঠে। ফোনে অ্যাপস গুলো আপডেট করলে সবকিছুকে রিফ্রেশ হয়ে যায় এবং ফোন হিটিং এর মতো অসুবিধা গুলো হয় না। অ্যাপস থেকে অপারেটিং সিস্টেমে সবকিছু আপডেট রাখলে ফোন অনেক স্মুথ ফাস্ট এবংসুরক্ষিত থাকে।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।