খবর

ঈদের আগেই মোটরসাইকেল চলতে পারে পদ্মা সেতুতে

বর্তমানে পদ্মা সেতুতে ট্রাক বাস সহ সকল ধরনের যানবাহন চলাচল করতে পারে। কিন্তু মোটরসাইকেল চলাচল করতে পারেনা। মোটরসাইকেল চালকের বিকল্প হিসেবে তারা ট্রাকে করে মোটরসাইকেল পার করে। মুখিয়ে আছেন বাইকাররা। যানটি চালু হবে কবে তা বলতেও পারছে না কেউ। তবে ঈদের আগেই বাইক চলাচল শুরু হতে পারে ধারণা টোল প্লাজার কর্মকর্তাদের। গেল ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর মাত্র দুদিনেই ঘটে গেছে নানান আলোচিত ঘটনা।

এরইমধ্যে বন্ধ হয়েছে মোটরসাইকেল চলাচল। অন্যান্য যানবাহন পারাপারের পাশাপাশি সাধারণ যাত্রীরা কিভাবে সেতু ব্যবহার করবেন তা মানাতে জারি হয়েছে একগুচ্ছ নিয়ম। টোল প্লাজার কর্মকর্তারা জানান, মোটরসাইকেলের জন্য অনেক দুর্ঘটনা ও অনেক জ্যাম হয়ে গিয়েছিল। বাইক বন্ধ করে দেওয়ায় আমাদের যেমন সুবিধা হয়েছে তেমনি যাত্রীবাহী গাড়িগুলোর জন্য ভাল হয়েছে।

এখন একটা সিস্টেম ফিরে এসেছে, কোন সমস্যা দেখছি না।গত তিনদিন ধরে তাই পদ্মা সেতুতে স্বস্তি ফিরেছে। রাতের বেলা সেতু পার হতে গিয়ে অনাকাঙ্ক্ষিত যে কর্মকাণ্ড ঘটাতেন যাত্রীরা, তাও আপাতত বন্ধ হয়েছে। পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন বলেন, মোটরসাইকেল একটা সিস্টেমের ভেতর এনে যদি চালু করা যায় এবং যারা মোটরসাইকেল চালক তাদেরও একটু সচেতন হওয়া দরকার।

আরও পড়ুন: বিশ্বের দীর্ঘতম ৭টি সেতু

শুধু পুলিশ প্রশাসন তারাই দায়িত্ব পালন করবে। এই পরিবেশটাকে ধরে রাখা সম্ভব না যদি সবাইর আন্তরিকতা না থাকে।সবাইকে নিয়মের মধ্যে চলতে বাধ্য করে ঈদের আগে মোটরবাইক পারাপারের সুযোগ দিতে চায় টোল প্লাজার কর্মকর্তারা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।