ধর্ম

আগামী ২৩ মার্চ হতে পারে রমজানের প্রথম রোজা

রমজান শুরুর সম্ভাবনা ২৩ মার্চ, এ বছর ২৯ টি রোজা রাখা হবে। সে অনুযায়ী ঈদুল ফিতর উদযাপিত হবে ২১ এপ্রিল, শুক্রবার।

রমজান কখন শুরু হবে এবং কখন ঈদ হবে সাধারণত এগুলো নির্ভর করে চাঁদ দেখার ওপর। মানুষের মাঝে চাঁদ দেখা নিয়ে আগ্রহ থাকে। যদিও আমাদের দেশে চাঁদ দেখার আগ্রহ থাকে না কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয় বা ঈদ হয় তারপরে সাধারণত বাংলাদেশ রোযা বা ঈদ হয়ে থাকে। যার কারনে আমাদের দেশে চাঁদ দেখার আগ্রহ টা কমে গিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কখন চাঁদ উঠবে তা নিয়ে আগ্রহ থাকে সবার মাঝে।

প্রতিবছর হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা চাঁদ দেখার অধীর আগ্রহে বসে থাকেন। তাই চলুন জেনে নেয়া যাক এ বছর কোন মাসের কত তারিখ থেকে রমজান শুরু হতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল, এক তথ্যে জানিয়েছেন এ বছর রমজান মাসের সম্ভাব্য তারিখ, আগামী ২৩ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হতে পারে। এ বছর ৩০ টি রোজা না হওয়ার সম্ভাবনা বেশি। রোজা হতে পারে ২৯ টি। এবং সেই হিসাব করলে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী একুশে এপ্রিল।

রমজান মাস নিয়ে সেই সংস্থাটির পরিচালক পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন,আমরা আশা করছি রমজান শুরু হবে আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে। এ বছর ২৯ টি রোজা রাখা হবে। সে অনুযায়ী ঈদুল ফিতর উদযাপিত হবে ২১ এপ্রিল, শুক্রবার। তিনি আরো জানান, আরব দেশগুলোর সাথে এবার আমাদের দেশে রমজান শুরু হতে পারে। তবে কিছু জায়গায় চাঁদ দেখতে পাওয়া কঠিন হলে মাসের শেষ দিন ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর পড়ুনঃ পায়ের আকার বলে দেবে আপনার ব্যক্তিত্ব বা আপনি কেমন মানুষ! মিলিয়ে নিন..

রোজাদাররা দিনে প্রায় ১৪ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকবেন। রমজানের প্রথমদিকে দিন ছোট হওয়ায়, মানুষ ১৩ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবে। শেষের দিকে আস্তে আস্তে দিন বড় হতে থাকবে। শেষের দিকে ১৪ ঘন্টা ১৩ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। রমজান মাস উপলক্ষে এ সকল তথ্যসহ তিনি আরো নানান তথ্য জানান।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।