জুয়া খেলে ১১৫ কোটি টাকা হেরে কাঁদলেন নেইমার

অবসর সময় পেলেই পোকার খেলতে পছন্দ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পোকার খেলতে গিয়ে ব্রাজিলিয়ান টাকা নেইমার ঘটিয়েছেন এক মজার কান্ড। পোকার খেলে ১১৫কোটি টাকা হারিয়ে কাঁদলেন নেইমার। সোমবারে টুইটার লাইভে এসেছিল নেইমার পোকার খেলার জন্য বা জুয়া খেলার জন্য।
জুয়া খেলে নেইমার কোন টাকা হারেননি। আসলে ওটা ছিল একটি ইতিবাচক প্রচারণা। জুয়ায় অর্থ ঢাললে অনলাইন প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়ে সতর্ক করা হয়েছে ওই ভিডিওতে।
আরো পড়ুন: ফুটবলার নেইমারের বাড়ি বাংলাদেশের জামালপুরে!
পরবর্তীতে জানা যায় যে নেইমার জনসাধারণ জনগণকে সতর্ক করে কান্নার অভিনয়টি করেছিল। মূলত নেইমারের এমন অভিনয়ের কারণ হচ্ছে, অনলাইনে জুয়া খেলায় বিখ্যাত ব্যক্তিরাও যে বিরাট অঙ্কের অর্থ হারাতে পারেন, তা সাধারণ মানুষকে বোঝানো।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।