
সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবেন না নেইমার । এমনটাই জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। এবারের বিশ্বকাপে ভাগ্য খারাপ নেইমারের। ব্রাজিলের এই বড় তারকা ২০২২ বিশ্বকাপে তাদের উদ্বোধনী খেলায় চোট পেয়েছে নেইমার, যা নেইমারের পরবর্তী ম্যাচ খেলবেন কিনা, তা নিয়ে শঙ্কা সবাই।
ইনজুরির কারণে গোড়ালিতে সমস্যা হলে, তিনি গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবেন না এবং তৃতীয় ম্যাচ ক্যামেরুনের বিপক্ষে খেলা নিয়েও শঙ্কা। খবর স্প্যানিশ দৈনিক মার্কার(marca)।

ব্রাজিল জাতীয় দলের ডাক্তার, রদ্রিগো লেসমার, সার্বিয়ানদের বিরুদ্ধে খেলা শেষে ঘোষণা করেছিলেন যে নেইমার ডান পায়ের গোড়ালিতে মচকে গিয়েছে। তিনি শান্ত থাকতে বলেছেন, কারণ চোটের পরিমাণ জানতে ২৪-৪৮ ঘন্টা সময় লাগবে।
আরো পড়ুনঃ যখন দুই দলের গোলরক্ষক একই গোল পোস্টের নিচে
সার্বিয়ার বিপক্ষে খেলায় মোট ৯ বার ফাউলের শিকার হন নেইমার। যা এবারের বিশ্বকাপে যা এখন পর্যন্ত কোনো ফুটবলারকে সর্বোচ্চ ফাউল করার রেকর্ড। গ্রোবাল সংবাদমাধ্যম মার্কা জানায়, সুইজারল্যান্ডের বিপক্ষে সোমবার ইনজুরির কারণে খেলবেন না নেইমার! এবং কি ক্যামেরুনের বিপক্ষে খেলা নিয়েও সন্দেহ।
বিস্তারিত আসছে…