অর্থনীতিব্যবসা-বাণিজ্য

রমজান উপলক্ষে অন্যান্য দেশে পণ্যের দাম কমে আর বাংলাদেশে বাড়ে কেন?

রমজান অন্য দেশে পণ্যের দাম কমে, এখানে বাড়ে কেন?

রমজান মাসে দৈনন্দিন পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাহায্য চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তারে সাথে অসাধু ব্যবসায়ীরা যেন সুযোগ নিতে না পারে সে ব্যাপারে বিএসটিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর আইন ব্যবস্থা নিতে বলেছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘পবিত্র রমজান মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উক্ত সবায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

র‍্যাব পুলিশ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা ওয়েবিনারে অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, এবার ২৩ মার্চ রমজান মাস এলেই সরবরাহ চাহিদার মধ্যে তারতম্যের কারণে দৈনন্দিন পণ্যের দাম বেড়ে যায়। এক্ষেত্রে দ্রব্যমূল্য অনিয়ন্ত্রিত হয়ে যায়।

বাংলাদেশ ছাড়া অন্য দেশে দেখা যায় যে, রোজায় দৈনিক পণ্যর দাম কমে। কিন্তু বাংলাদেশে পণ্যের দাম বাড়ে। এক্ষেত্রে ব্যবসাগন কি করতে পারবেন তা জানাতে বলেছে কর্তৃপক্ষকে তখন তারা একটি ব্যবস্থা নেবেন। সবার সহযোগিতার মাধ্যমে অনিয়ম বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা বা দ্রব্যর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব।

আর পড়ুনঃ তিস্তার পানি সরাতে আরও ২ খাল খনন করছে পশ্চিমবঙ্গ, পানি সংকটের শঙ্কা বাংলাদেশের

বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অনেক দক্ষ ভাবে তাদের দায়িত্ব পালন করবে। যখন ক্রেতারা তথ্য দিয়ে সহযোগিতা করবে তখন আইন-শৃঙ্খলা বাহিনী তা পূর্ণাঙ্গ ব্যবস্থা নেবে।

পণ্য পরিবহনে চাঁদাবাজি দের সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট ভাবে কাজ করে। সুযোগ নিতে না পারে সে ব্যাপারে বিএসটিআই সহ আইন শৃঙ্খলা বাহিনীকে খুব কঠোর হতে হবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।