ধর্ম

বিশ্বের কোন দেশে রোজা ১১ ঘন্টা আবার কোন দেশে ২০ ঘন্টা!

রমজান পৃথিবীর ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন দেশে একদিন আগে পিছে শুরু হয়। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের কোনো দেশে রোজা ১১ ঘন্টা আবার কোনো দেশে ২০ ঘন্টা। গত শুক্রবার আলজাজিরায় প্রকাশিত খবরে এ তথ্য দেওয়া হয়।

পবিত্র রমজান মাসে সারাবিশ্বের মুসলিম সম্পাদয় একসাথে একমাস সিয়াম পালন করে। সাহরি খাওয়ার মাধ্যমে রোজা শুরু হয়ে যায় এবং ইফতারের মাধ্যমে রোজা শেষ হয়ে যায়। আন্তর্জাতিক সম্মেলনে বলা হয়েছে প্রত্যেকটি দেশে আলাদা আলাদা রোজা হয় থাকতে হয়। বিভিন্ন দেশের রোজার সময় নিম্নে দেওয়া হল।

যেসব দেশে রোজা সবচেয়ে কম সময় রাখতে হয়:
১. এবার বাংলাদেশ এবং ভারতে প্রায় ১৫ ঘণ্টার একটু কম বেশি রোজা রাখতে হবে।
২. পাকিস্তানে হবে ১৬ ঘণ্টা।
৩. সবচেয়ে কম সময়ের রোজা হবে চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ডে। এসব দেশে ১১ ঘণ্টা একটু কম বেশি।
৪. মালয়েশিয়া ১৩ থেকে ১৪ ঘন্টা,সুদান ১৩ থেকে ১৪ ঘন্টা,থাইল্যান্ড ১৩ থেকে ১৪ ঘন্টা
ইয়েমেন ১৩ থেকে ১৪ ঘন্টা,
৫. ব্রাজিল ১২ থেকে ১৩ ঘন্টা,জিম্বাবুয়ে ১২ থেকে ১৩ ঘন্টা,ইন্দোনেশিয়া ১২ থেকে ১৩ ঘন্টা
দক্ষিণ আফ্রিকা ১১ থেকে ১২ ঘন্টা,আর্জেন্টিনা ১১ থেকে ১২ ঘন্টা

আরো পড়ুন: আগামী ২৩ মার্চ হতে পারে রমজানের প্রথম রোজা

যেসব দেশে বেশি সময় রোজা রাখতে হয়:
১. স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে সুইডেন, নরওয়ে,ফিনল্যান্ড, আইসল্যান্ডে রোজা দীর্ঘ হয়। এসব দেশে ২০-২২ ঘণ্টার একটু কম বেশি রোজা রাখতে হচ্ছে।
২. গ্রিনল্যান্ড ২০ ঘন্টা,নরওয়ে ২০ ঘন্টা,ফিনল্যান্ড ২০ ঘন্টা
৩. সুইডেন ১৯ ঘন্টা,জার্মানি ১৯ ঘন্টা
৪. ডেনমার্ক ১৮.৫ ঘন্টা,পোল্যান্ড ১৮.৫ ঘন্টা,লন্ডন ১৮.৫ ঘন্টা,বেলজিয়াম ১৮ ঘন্টা,সুইজারল্যান্ড ১৮ ঘন্টা।
৫. রোমানিয়া ১৭.৫ ঘন্টা,রাশিয়া ১৭ ঘন্টা,বুলগেরিয়া ১৭ ঘন্টা,ফ্রান্স ১৭ ঘন্টা,ইতালি ১৭ ঘন্টা,আফগানিস্তান ১৭ ঘন্টা,কানাডা ১৭ ঘন্টা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।