কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতা জানেন
দৈনিক আমরা বিভিন্ন খাবার খেয়ে থাকি। ভাতের সাথে তরকারি খাই। তরকারি রান্না করার সময় অবশ্যই পেঁয়াজ ব্যবহার করতে হয়। তখন আমরা পেয়াজ টা খাই তখন ভাজা পেয়াজ থাকে। অন্যদিকে আমরা সালাতের সাথে কাঁচা পেয়াজ খেয়ে থাকি। আমরা হয়তো জানি না কতটুকু উপকারিতা পাওয়া যায় কাঁচা পেয়াজে। আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো কাঁচা পেয়াজ খাওয়ার উপকারিতা…
১.পেঁয়াজের মধ্যে থাকা ফাইবার এবং প্রিবায়োটিক্স হজম শক্তি বাড়ায়। বিভিন্ন গবেষণায় প্রকাশ, পেঁয়াজের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ দেহের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।
২.পেঁয়াজের আছে কার্মিনেটিভ, অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিবায়োটিক।যার ফলে সর্দি-কাশি,গলা ব্যথা ও সামান্য গা ব্যথা কমাতে সাহায্য করে। পেঁয়াজ কেটে তার রস বের করে নিন তারপর ওই রসে কয়েক ফোঁটা মধু দিয়ে দিনে ২বার খেলে।খুব দ্রুত কাশির কমবে।
৩.দাঁতের সংক্রমণ রোধ করতেও পেঁয়াজ বেশ উপকারি। পেঁয়াজ চিবিয়ে খেলে দাঁতের ফাঁকে লুকিয়ে থাকা জীবাণুগুলো মরে যায়।সেই সঙ্গে সংক্রমণের সম্ভাবনাও কমে যায়।
আরো পড়ুন: গরমে রোগ-বালাই এড়াতে যা করণীয়
৪.কাঁচা পেয়াজ খেলে যৌন শক্তি বৃদ্ধি করে।
৫.কাঁচা পেঁয়াজে ভিটামিন সি থাকে, যা একটি সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য। ভিটামিন সি শ্বেত রক্ত কণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে, যা সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করে।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।