বিখ্যাত ব্যক্তি

অবশেষে জানা গেল অলরাউন্ডার সাকিব আল হাসানের আসল নাম!

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন হওয়ার পর জানা গেল অলরাউন্ডার সাকিব আল হাসানের আসল নাম।

বিশ্বসেরা অল–রাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের মাগুরা জেলার কেশবমোড়ে (পশ্চিম পাড়া) মুসলিম পরিবারে ১৯৮৭ সালের ২৪ শে মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাশরুর রেজা কুটিল, যিনি একজন ভাল ফুটবলার ছিলেন, বর্তমানে তিনি মাগুরা কৃষি ব্যাংকে কর্মরত আছেন। তার মাতার নাম শিরিন রেজা।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছেন সাকিব আল হাসান। আজ সমাবর্তন হাজির হয়ে সনদ গ্রহণ করেন তিনি। আর সেখানেই জানা গেছে তার পুরো নাম। এআইইউবি আইডি কার্ডের তার নাম দেওয়া হয় খন্দকার সাকিব আল হাসান ।

এআইইউবি আইডি কার্ডের তার নাম দেওয়া হয় খন্দকার সাকিব আল হাসান

উল্লেখ্য যে, আজ শাকিব আল হাসান, ৩৫ বছর বয়সে বিবিএ গ্রেজুয়েট হলেন। বিশ্বের সেরা অলরাউন্ডার গ্রাজুয়েট প্রাপ্ত হলেন এবার। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি। আজ রোববার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন সাকিব আল হাসান। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

এ সময় শিক্ষামন্ত্রী সাকিব আল হাসানকে মেডেল পরিয়ে দেন। সমাবর্তনে সাকিবুল হাসান বক্তব্য দেন, আমি আমার কোচ শিক্ষকের ধন্যবাদ জানাই। তাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না এ আই ইউ বি কে ধন্যবাদ জানাই, তারা সবসময় আমাকে সমর্থন করেছে। শুধু আমাকে নয়, আমাদের ক্রিকেট দলের অনেকে এখানে পড়াশোনা করছে।

সাকিবুল হাসান আর বলেন, আর কিছু বলার নেই আমার। সবাইকে দেখে আমার খুব ভালো লাগলো। শুধু একটা কথাই বলবো, আমরা সবাই যখন স্বপ্ন দেখা শুরু করব তখন বড় স্বপ্ন দেখব। কেননা, লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে।

আরো পরুন: অবসরে গেলে যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের মোট ৪ হাজার ৭২২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও শিক্ষায় সর্বোত্তম ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের স্বর্ণ পদক, একাডেমিক অ্যাওয়ার্ড ও সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।