গর্ভকালীন পেটের দাগ দূর করবেন যে ভাবে
মহিলাদের গর্ভাবস্থায় শারীরিক পরিবর্তনের কারণে পেটে, উরুতে, শরীরের বিভিন্ন ভাঁজে এমনকি হাতেও দাগ হয়। পেট ফাটা দাগ অনেকের এমনি চলে যায়। অনেকের আবার সহজে যেতে চায় না। ৭০-৯০% মায়েদের পেটে দাগ পড়ে, আর ৯০% এর শরীরের কোন না কোনও অংশে দাগ পড়ে।
ক্রমবর্ধমান পেটের বৃদ্ধির জন্য জায়গা তৈরি করতে জরায়ু বড় হতে থাকে এবং এতে পেটের চারপাশের ত্বক প্রসারিত হয়। ত্বকের এরকম প্রসারণ এর ফলে ত্বকে ফাটল সৃষ্টি হলে সেখানে এক ধরনের সাদা দাগ তৈরি হয়ে যায় এবং ত্বকের কোলাজেন এ ফাটলকে পূর্ণ করতে পারে না। যার ফলে লম্বা দাগের সৃষ্টি হয়ে যায়। আজকে আপনাদের কে জানাবো গর্ভকালীন পেটের দাগ দূর করবেন যে ভাবে
১.লেবুর টুকরো করে কেটে নিয়ে পেটের দাগের অংশে লাগিয়ে ভালো মতো করে মাস্যাজ করে নিতে হবে তিন থেকে চার মিনিট। ম্যাসাজ করার পর ১০ মিনিটের জন্য লেবুর রস পেটে রেখে দিতে হবে। এরপর উষ্ণ পানিতে ধুয়ে নিতে হবে। লেবুর রসের সাথে খানিকটা শসার রস লাগালে উপকার পাওয়া যাবে। মাতৃত্বজনিত দাগ হালকা করার জন্য এটি খুবই কার্যকরী উপাদান।
আরো পড়ুন: সাত দিনে পেটের মেদ কমাবেন যেভাবে
২.মাতৃত্বজনিত দাগ এর জন্য এলোভেরা জেল সরাসরি লাগানো যায়। একটি অ্যালোভেরার পাতা নিয়ে চামচ পরিমাণ জেল পাতা থেকে তুলে নিয়ে দাগের জায়গায় লাগাতে হবে। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এভাবে সপ্তাহখানেক করলে আপনার দাগ কমে আসবে
৩. রাসায়নিক ও কেমিক্যাল তেল ব্যবহার না করে নিজের হাতের তৈরি বাদামের তেল ব্যবহার করা। বাদাম তেল ত্বক মসৃণ করে। অবশ্যই তেল নাভী থেকে শুরু করে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মালিশ করতে হবে। শতভাগ না হলেও অনেকটাই দাগমুক্ত থাকবে।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।