খেলাধুলাফুটবল

স্পেনের নাগরিকত্ব পেলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র!

ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদের বর্তমান স্কোয়াডের নির্ভরযোগ্য এক সদস্য। ব্রাজিলিয়ান এই তরুণ নিজের গতি আর বুদ্ধিদীপ্ত খেলাকে কাজে লাগিয়ে ইতোমধ্যেই হয়ে ওঠেছেন মাদ্রিদের অপরিহার্য এক অংশ।

রিয়াল মাদ্রিদ গতকাল ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ভিনিসিয়াস জুনিয়র অবশেষে এই মাসের শুরুর দিকে স্প্যানিশ নাগরিকত্ব পেয়েছেন। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার একদিন পর, ২ সেপ্টেম্বর তিনি এই খবর পান।

২২ বছর বয়সী ব্রাজিলিয়ান আন্তর্জাতিক ২০১৮ সাল থেকে ক্লাবের সাথে রয়েছেন। তবে স্প্যানিশ নাগরিক হিসাবে স্বীকৃত না হওয়ায় স্কোয়াডে তিনটি নন-ইউরোপীয় স্লটের মধ্যে একটি দখল করে ছিলেন তিনি।

এই স্লট খালি করতেই ভিনিসিয়াসের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি গত কয়েক মাস ধরে চলছে এবং এই মাসের শুরুতে সেটি নিশ্চিত হয়।

ক্লাবের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “রিয়াল মাদ্রিদ ঘোষণা করেছে যে আমাদের ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র গত শুক্রবার, ২ সেপ্টেম্বর স্প্যানিশ সংবিধানের সাথে একাত্মতা পোষণ করেছেন, এবং এই মুহূর্ত থেকে তার স্প্যানিশ জাতীয়তা রয়েছে।”

আরও পড়ুন# স্বাগতিক শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের বিশাল জয়!

তার নাগরিকত্ব পাওয়ার মাধ্যমে রিয়াল মাদ্রিদের প্রথম দলের তিনটি নন-ইউরোপীয় স্পটের একটি ফাঁকা হয়েছে, বাকি দুইটি স্পট দখলে রেখেছেন রড্রিগো গোস এবং এডার মিলিতাও। এই দুই ব্রাজিলিয়ানের স্প্যানিশ পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াও ইতোমধ্যেই চলছ।

এই ফাঁকা স্লটটিতে মাদ্রিদ এখন ভিনিসিয়াস টোবিয়াসকে লা লিগা ম্যাচে খেলার জন্য ডাকতে পারে। এতোদিন নন-ইউরোপীয় স্লট ফাঁকা না থাকায় তাকে মূল দলের বাইরে রাখতে হয়েছিলো মাদ্রিদের।

ফ্ল্যামেঙ্গো থেকে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগদানের পর থেকে, ভিনিসিয়াস ফুটবল বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক সম্ভাবনায় পরিণত হয়েছেন। মাদ্রিদের হয়ে ১৭৫ টি ম্যাচে তার গোল ৩৯ টি!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।