খবর

ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী ঝড়! বজ্রপাত, শিলাবৃষ্টি ও লণ্ডভণ্ড হওয়ার আশঙ্কা

চলতি মৌসুমের সবচেয়ে ভয়ংকর কালবৈশাখী ঝড় কয়েকদিনের মধ্যেই দেশে আঘাত হানতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। সারা দেশে আজ ও আগামীকাল সোমবার হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

তবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তিনি আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত (৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল ) দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন: চলতি মাসেই হতে পারে একাধিক কালবৈশাখী ঝড়

সেজন্য রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ,ভৈরব ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সবাইকে সতর্ক বার্তা হিসেবে পাটানো হয়।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।