ক্রিকেটখেলাধুলা

আইসিসির ২০২৩ সালের মার্চ মাসের সেরা পুরুষ খেলোয়াড় সাকিব আল হাসান

ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব। গেল মাসজুড়ে বাইশগজে দ্যুতি ছড়িয়েছেন। টিম সাউদিকে ছাড়িয়ে হয়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়া গড়েছেন একের পর এক কীর্তি।

এবার অসাধারণ সেই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন সাকিব আল হাসান আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি।

তারপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে পাঁচ উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছেন সাকিব আল হাসান। গেল মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট দখলে রয়েছে সাকিবের। দ্বিতীয়বারের মতো মাসসেরা হওয়ার প্রতিক্রিয়ায় সাকিব জানান, পুরস্কারটি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি।

আরো পড়ুন: অবশেষে জানা গেল অলরাউন্ডার সাকিব আল হাসানের আসল নাম!

বিশেষজ্ঞ প্যানেলিস্টকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন। এমন পুরস্কারকে ভালো খেলার স্বীকৃতি বলে মানছেন সাকিব। মার্চ মাসজুড়ে ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন। তবে সেরার কাতারে রাখছেন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে। দলগত নৈপুণ্যে এমন সাফল্য এসেছে বলে মনে করেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।