শাকিব-অপুকে নিয়ে বুবলীর পরিষ্কার বার্তা। রইল ভিডিও
ভিডিওর শুরুতেই বুবলী বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ করব না। বরং মানুষের কিছু প্রশ্নের উত্তর দেব

শাকিব-অপু এর ঝামেলা যেন কিছুতেই ছাড়ছে না। ঢালিউডের সুপারস্টার নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলী তাদের সন্তানকে কয়েকদিন আগেই প্রকাশ্যে আনেন। যা সারাদেশে হইচই ফেলে দেয়। তবে এখানেই শেষ নয় ।
এর রেশ কাটতে না কাটতেই আবারও গুঞ্জন উঠেছে শবনম বুবলি নাকি ডিবোর্স দিয়ে দিয়েছেণ সাকিব খান। বউ হিসেবে মানছেন না আর। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনার ঝড়! বিষয়টি কি গুঞ্জনেই সীমাবদ্ধ?
আরো পড়ুনঃ নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বুবলী!
নাকি প্রতিবারের মতো শাকিবের এবারের গুঞ্জনও সত্য হিসেবেই ধরা দিবে? এসব জোর গুঞ্জনের মধ্যেই অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন বুবলি। রবিবার (০৪ ডিসেম্ভর) এ প্রসঙ্গে বুবলি তার অফিশিয়াল পেইজে এসব ঝামেলা এক ভিডিও বার্তার মাধ্যমে খেলাসা করেন,
ভিডিওর শুরুতেই তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ করব না। বরং মানুষের কিছু প্রশ্নের উত্তর দেব। বিস্তারিত দেখুন ভিডিওতেঃ