ফিচার

বাথরুমের টাইলস পরিষ্কার করার সহজ ও কার্যকরী কৌশল

বাড়ির সবচেয়ে বেশি নোংরা হয় যে জায়গাটি সেটি হল বাথরুম। আজকাল বাথরুমে টাইলস ব্যবহার করার প্রবণতা বেড়েই চলছে। আর চকচকে টাইলসের মেঝের ঘরও সবার কাছেই খুব আকর্ষণীয়। তবে টাইলস এর সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন এর সঠিক যত্ন নেয়া। তাই টাইলস সহজে পরিষ্কার করতে যা যা করতে হবে সেই সম্পর্কে কিছু টিপস জেনে নিন-

১.দেয়ালের টাইলসেও পানি ছিটে ছিটে ময়লা দাগ হয়ে যায়। তাই নিয়মিত বাথরুমের দেয়াল পরিষ্কার রাখতে হবে। এজন্য প্রথমে গরম পানি দিয়ে দেয়াল ধুয়ে নিন। এতে করে ময়লাগুলো আলগা হয়ে আসবে। এরপর আধা বালতি হালকা গরম পানিতে ১/২ কাপ বেকিং সোডা ও ১/২ কাপ লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে পুরো দেয়াল ভিজিয়ে স্ক্রাবার দিয়ে ঘষুন। মিনিট পাঁচেকের জন্য এবার দেয়ালটিকে এভাবেই রেখে দিন। শেষে একটি পরিষ্কার ও ভেজা স্পঞ্জ দিয়ে দেয়াল ভালোভাবে মুছে নিন। ব্যস, দেয়ালের টাইলসও শাইন করবে এবার!

২.টাইলস পরিষ্কার করার জন্য শক্ত ব্রাশ ব্যবহার করুন। শক্ত ব্রাশ দিয়ে টাইলসের মেঝে ভাল করে ঘষুন। পুরোতন অব্যহৃত টুথব্রাশ দিয়ে বাথরুমের কোণাগুলো পরিষ্কার করুন। টাইলসের জোড়া লাগানো স্থানের কোনায় কোনায় ময়লা জমে কালচে দাগ পড়ে, সে স্থানগুলোও টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন।

৩.একটি বাটিতে গরম জল, লিক্যুইড ডিশ ওয়াশ সোপ- একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে, একটি স্পঞ্জের সাহায্যে প্রথমে টাইলস মুছে ফেলুন।এরপর টাইলস একেবারে শুকিয়ে নিন।এরপর আর একটি নরম কাপড়ে টুথপেস্ট নিয়ে টাইলসের দাগের ওপর ঘষতে থাকুন।এতে করে খুব সহজেই টাইলসের দাগ তুলে ফেলা সম্ভব।

আরো পড়ুন: ঘর থেকে সহজে তেলাপোকা দূর করার উপায়

৪.যদি আপনার বাথরুমের টাইলসগুলিতে হলুদ দাগ থাকে এবং সেগুলি সহজে বের না হয় তবে আপনাকে প্রথমে একটি ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলি পরিষ্কার করার পরে, তাদের উপর লবণ ছিটিয়ে দিন এবং সারারাত রেখে দিন। সকালে টাইলস স্ক্রাব করে পরিষ্কার করুন, এতে এই জেদী দাগ দূর হবে।

৫.হাইড্রোজেন পারক্সাইড সাদা করার জন্য উপযুক্ত। এটি পরিষ্কার করার জন্য খুব ভাল। আপনার এটি ব্যবহার করা উচিত যখন জেদী দাগ বের হচ্ছে না। এটি ব্যবহারের জন্য, আপনাকে ময়দার মধ্যে সমান পরিমাণে হাইড্রোজেন পারক্সাইড মেশাতে হবে। এর পেস্ট তৈরি করার পর দাগের উপর লাগিয়ে রাতের জন্য রেখে দিন। সকালে ঘষে পরিষ্কার করুন। এই সমস্ত ব্যবস্থা মেনে চললে আপনার ঘরের বাথরুম সম্পূর্ণ পরিষ্কার হবে এবং টাইলস নতুনের মতো দেখাবে।

বাংলাদেশের এবং বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।