
এসএসসি রেজাল্ট ঃ এসএসসি ২০২২-এ পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়ে আলোড়ন ফেলে দিলো জন্ম থেকেই দুই হাত না থাকা কুড়িগ্রামের মানিক। মানিক জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। দুই পা থাকলেও একটি লম্বা ও অন্যটি খাটো। কুড়িগ্রামের ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
সোমবার এসএসসি ও সমমানের পারীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এরপরই মানিক রহমানের ফলাফল দেখে হৈচৈ পড়ে যায় এলাকায়। পাড়া-প্রতিবেশী, আত্মীয় স্বজন মানিক রহমানের ফলাফল দেখে প্রসংশায় মত সবাই। শুধুমাত্র প্লাস পায় নাই সে, সব বিষয় এ প্লাসসহ ১২৪২ নম্বর পেয়ে উপজেলার সর্বোচ্চ নম্বর অর্জন করেছে সে!
আরো পড়ুনঃ মায়ের লা’শ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন জুমা!
ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, শারীরিকভাবে কিছু সীমাবদ্ধতা থাকার পরও মানিক রহমান অন্যান্য শিক্ষার্থীদর চেয়ে ভালো ফলাফল করেছে।
মানিক রহমান বলেন: আমার দুটো হাত না থাকলেও আল্লাহ রহমতে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। আমি এর আগে জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পাই। সে আরও বলেন, আমি এইচএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি এবং ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। মানিকের জন্য আনুলিপির পরিবার থেকে শূভকামনা রইল।