স্বাস্থ্য ও লাইফস্টাইল

গরমে ত্বকের যত্নে ঘরোয়া টিপস

বসন্ত সমীরণ আর অবশেষে চৈত্রের দাবদাহ। কদিন ধরে বৃষ্টির কারণে আবহাওয়াটাও কিছু অন্যরকম। এই আবহাওয়ার পালাবদলে মরশুমের অনেক অত্যাচার সহ্য করতে হয় শরীরকে। আবহাওয়ার খামখেয়ালিপনায় ত্বকের দফারফা হওয়াটাও অস্বাভাবিক নয়। আর ব্যস্ত নারীর ক্ষেত্রে অনিয়মিত যত্ন, অবহেলা তো এই সমস্যার ওপরি পাওনা। তাই আজ জানাব গরমে ত্বকের যত্নে ৫টি ঘরোয়া টিপস

গরমে ত্বক তৈলাক্ত হয়ে যায়। এ তৈলাক্ত ভাব দূর করতে টমেটো এবং শসা ব্যবহার করতে পারেন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই দারুণ ফল পাওয়া যাবে। টমেটো এবং শসা আলাদা আলাদা ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে বরফ জমানো পাত্রে বরফের মতো জমিয়ে নিন। এরপর সপ্তাহে ৪-৫ দিন শসার কিউব এবং টমেটোর কিউব মুখে আলতো করে ঘষে নিন।

টমেটো হলো ন্যাচারাল ব্লিচ যা ত্বক উজ্জ্বল করে এবং ত্বকের বাড়তি তেল শুষে নিয়ে ব্লাক হেডস এবং ব্রণ দূরে রাখে। আর শসা ত্বক পরিষ্কার ও কোমল রাখবে। গরমে চোখের নিচের কালচে দাগ দূর করতে রোজ রাতে ঘুমানোর আগে আলুর রস তুলায় লাগিয়ে চোখের কালচে অংশে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।

আরো পড়ুন: স্থায়ীভাবে ত্বক ফর্সা করার কিছু ঘরোয়া টিপস

ত্বকের যত্ন নিতে গরমে নিমপাতার রস লাগালে উপকার পাবেন যাদের ত্বকে ঘামাচি হয়। খাবার খান তেঁতো জাতীয়। ট্যালকম পাউডারের সাথে এক চিমটি খাবার সোডা ব্যবহার করুন ঘাম বেশি হলে। গরমে অনেকের ত্বকে হিট র‍্যাশ বের হয়। হিট র‍্যাশ এড়াতে দইয়ের সাথে হলুদ বা নিমপাতা বাটা মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। এছাড়া খানিকটা লাউ থেঁতো করে এর সাথে তুলসী পাতা এবং চালের গুঁড়ো মিশিয়ে লাগাতে পারেন। এতে র‍্যাশ হবে না আবার ত্বকের উজ্জ্বলতাও বাড়বে। তো, সহজেই এই গরমে ত্বকের যত্ন নিয়ে নিতে পারেন।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।