সুইজারল্যান্ড সম্পর্কে যত অজানা তথ্য

সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ড নাম শুনলে কল্পনার দৃষ্টিতে ভেসে ওঠে আল্পস পর্বতমালার পাদদেশে মধ্য ইউরোপের সৌন্দর্যমন্ডিত ছোট্ট একটা দেশ। ২০০ এর বেশি পর্বত শৃঙ্গ, দশ কিলোমিটার পর পর একটি লেক, দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো ফসলের ক্ষেত, ছবির মত মাঠ ঘাট। সুইজারল্যান্ডের আদি নাম হেলভেশিয়া।
সুইজারল্যান্ডের আয়তন ৪১ হাজার ২৮৫ বর্গকিলোমিটার। সুইজারল্যান্ডের রাজধানী বের্ন। সুইজারল্যান্ড দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটি অনেকের কাছে স্বপ্নের দেশ। আজকে আপনাদের কাছে সুইজারল্যান্ডে সম্পর্কে যত অজানা তথ্য আছে সকল তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
সুইজারল্যান্ডের তুষার বরফের অঞ্চল আর সবুজ প্রকৃতি সকলকেই মুগ্ধ করে। এই দেশে ২০৮ টি পর্বত আছে, যাদের উচ্চতা ৩০০০ মিটার চেয়ে বেশি। সুইজারল্যান্ড একমাত্র দেশ যে দেশে সৌরচালিত বিমান নির্মিত হয়েছে। সুইজারল্যান্ডের রোলেক্স কোম্পানি বিশ্বে প্রথম পানিনিরোধী ঘড়ি তৈরী করে ১৯২৭ সালে সুইজারল্যান্ডে।
স্নো-বোর্ডিং, স্কিইং এবং পাহাড়ে চড়া সুইজারল্যান্ডের জনপ্রিয় খেলা। এই দেশে শিক্ষকতা সর্বাধিক বেতনের চাকরিগুলোর একটি। সুইজারল্যান্ডে সকল মানুষকে লুকিয়ে ফেলার মত যথেষ্ট আয়তনের বাংকার তাদের ঘরবাড়ির নিচে আছে। যারা অন্যান্য দেশ থেকে সুইজারল্যান্ড যায় তারা প্রকৃতি আর প্রাকৃতিক ও দৃশ্যের জন্য আকৃষ্ট হয়।
আরো পড়ুন: মমি: মৃতদেহ সংরক্ষণের এক বিস্ময়কর পদ্ধতি!
স্কিইং আর পর্বত ভ্রমণের জন্য বিদেশ থেকে পর্যটক এখানে আসে। অনেক পর্যটক আছে যারা স্থায়ীভাবে বসবাস করার জন্য আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সুইজারল্যান্ড আক্রামণের পরিকল্পনা করলেও তারা কোনো প্রকারের আক্রমণ করেনি। ১৯৬৩ সালে দেশটি ইউরোপের কাউন্সিলে যোগ দেয়। এছাড়া রেড ক্রস, বিশ্ব বাণিজ্য সংস্থাসহ এখানে বহু আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।