ধর্মফিচার

খারাপ কামনা-বাসনা থেকে কীভাবে বাঁচবেন!

একজন মানুষের নেক আমল ধ্বংস করে দেয় তার করা খারাপ কামনা-বাসনা বা মন্দ চরিত্র। আর এসব থেকে দূরে থাকাতে আল্লাহর রহমত প্রয়োজন। মহান আল্লাহর রহমত ব্যতীত খারাপ কামনা-বাসনা থেকে বাঁচার উপায় নেই। যদি কখনো এমন কিছু মনে উপলব্ধি হয়, তবে তৎক্ষনাৎ মন্দ কামনা-বাসনা ছেড়ে আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়ার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করার বিকল্প নেই।

এইজন্য হাদিসে পাকে আমাদের প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খারাপ কামনা-বাসনা এবং মন্দ চরিত্র থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। সে দোয়াটি হলো—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির তথা মন্দ কামনা-বাসনার অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি, রিয়াদুস সালেহিন)

দোয়াটির উৎস: হজরত যিয়াদ বিন ইলাকা রাদিয়াল্লাহু আনহু তাঁর চাচা কুতবা বিন মালিক থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শব্দাবলীসহ দোয়া করতেন।

আরও পড়ুন# যে আমল করলে আপনার সম্মান বৃদ্ধি পাবে!

তাই এমন পরিস্থিতিতে পড়লে তখুনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আর আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়ায় খারাপ কামনা-বাসনা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।