প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

খরচ কমাতে কর্মী ছাঁটাই ও বদলি করছে গুগল-মেটা!

সম্প্রতি খরচ কমাতে কর্মী ছাঁটাই করতে শুরু করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা এবং অ্যালফাবেট ইনকর্পোরেটেডের মালিকানাধীন গুগল।

বাজার বিশ্লেষকদের মতে, আর্থিক মন্দা মোকাবেলার করতে কোম্পানির প্রস্তুতি হিসাবে সার্বিক খরচ কমানোর চেষ্টা করছে তারা।

গত বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মেটা আগামী কয়েক মাসের মধ্যে কোম্পানির খরচ ১০ শতাংশ কমানোর চেষ্টা করছে। তবে কোম্পানির বড়ো কর্মকর্তারা এখন যদিও বড়ো পরিসরে কর্মী ছাঁটায়ের ঘোষণা দেয়নি। তবে তারা কোম্পানির অভ্যন্তরীণ বিভাগগুলো নতুন করে সাজাচ্ছেন এবং পুরনো কর্মীদের কোম্পানির ভিন্ন পদে চাকরির আবেদন করতে বলেছেন।

আরও পড়ুন# হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন কীভাবে শেয়ার করবেন?

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের মতে, চলতি বছরের ৩০ জুন অবধি ফেসবুকে কর্মী ছিল ৮৩ হাজার ৫৫৩জন। অপরদিকে, গুগলও নির্দিষ্ট কিছু কর্মীকে অন্য বিভাগের পদের জন্য আবেদন করতে বলেছে।

তবে এই কর্মীছাঁটাই প্রসঙ্গে গুগল ও অ্যালফাবেটের পক্ষ হতে নির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।