খবর

এবার সৌদি আরবে সপ্তাহে তিন দিন ছুটির পরিকল্পনা

চাকরিজীবীদের জন্য নতুন নিয়ম চালু করার পরিকল্পনা করছে সৌদি আরবে। সপ্তাহে চার দিন অফিস চালু ,এবং তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে সৌদি আরব। অবশ্য এর নিয়মটি গত বছর চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতে সপ্তাহে চার দিন অফিস চালু এবং তিন দিন বন্ধ রাখা হয়েছে।

সৌদি আরবের জনপ্রিয় নিউজ গলফ প্রতিবেদনে বলা হয়েছে,সৌদি আরব তিন দিন সাপ্তাহিক ছুটি করার পরিকল্পনা করছে। বর্তমানে চারদিন অফিস ও তিন দিন ছুটি। এটা ইউরোপ ছড়িয়ে এখন আফ্রিকার অনেক বেসরকারি প্রতিষ্ঠানে এ নিয়ম চালু হয়েছে। ইউরোপ, আফ্রিকার পাশাপাশি এশিয়ার কয়েকটি দেশেও এ নিয়ম চালু হচ্ছে।

ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিয়মটি চালু হয়ে গিয়েছে। এবার সংযুক্ত আরব আমিরাতের পথে হাঁটলেন সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। তারা ঘোষণা দিলেন আমরাও পরিকল্পনা করছি সাপ্তাহিক ছুটি তিনদিন করার। সাধারণত বড় বড় প্রতিষ্ঠানে সৌদি আরবের ছুটি হল শুক্র ও শনিবার।

আরো পড়ুন: পৃথিবীতে বাংলাদেশ ছাড়াও যে দেশটির রাষ্ট্রীয় ভাষা বাংলা

সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে বলেন, শ্রম ব্যবস্থার মূল্যায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ করছে। গত বছরের ১ জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত তাদের সেই নতুন নিয়ম চালু করেছে।

সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস খোলা থাকবে। অফিস শুরু হবে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। শুক্রবারে অফিস শুরু হয় সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত। প্রায় সাড়ে চার দিনের মত অফিস খোলা থাকে সংযুক্ত আরব আমিরাতে। পর্যালোচনা করে দেখা গেছে, এমন নতুন নিয়ম করার কারণে সরকারি সংস্থাগুলোয় ৮৮ পারসেন্ট কর্মীর উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।