ফিচার

জীবনে সুখ পেতে চাইলে বিয়ে করুন মোটা মেয়েকে

সহধর্মিনী নির্বাচনের ক্ষেত্রে প্রায় প্রত্যেক পুরুষেরই নিজেদের ইচ্ছা বা আলাদা চিন্তা ধারা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষেরা মেদহীন শরীরের বউ কামনা করে থাকেন। বিয়ে এর জন্য পাত্রী দেখতে গেলে কিংবা প্রেমিকা নির্বাচনে মেয়ে যদি একটু মোটা হয় তাহলে তাকে ফিরিয়ে দেন বেশিরভাগ পুরুষই। কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা। এক গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ মোটা মেয়ে জীবন্সঙ্গীনী হিসেবে বেঁছে নিয়েছেন জীবনে তারা অন্য পুরুষের চেয়ে তুলনামূলক বেশি সুখী।

মোটা মেয়েরা খুব ইমোশনাল হয় বলে তারা বুদ্ধির থেকে বেশি মনের কথা শোনেন কিন্তু সেই নিয়ে আবার নানা তর্ক বিতর্ক আছে বটে। মোটা মেয়েরা আদুরে হলেও তারা শশুরবাড়িতে তাকে সমস্ত কাজ করতে হবে বলে নিজেরা কাজ করে থাকে। তাই সেই ক্ষেত্রে বলা হয়, চিকন মেয়েদের তুলনায় মোটা মেয়েরা খুব তাড়াতাড়ি তাদের সমস্ত দায়িত্ব বুঝে যায়। আবার এরা নিজের দায়িত্ব সঠিকভাবেই পালন করেন। গবেষকরা জানাচ্ছেন, কোনো পুরুষ জীবনে সুখী হতে চাইলে অবশ্যই তার মোটা মেয়ে বিয়ে করা উচিত।

আরো পড়ুন: যে গ্রামের সব নারীই সুন্দর কিন্তু পাত্রের অভাবে হচ্ছে না বিয়ে

কারণ হিসেবে বলা হচ্ছে, স্বভাবের দিক দিয়ে মোটারা অনেকটা চুপচাপ হন। কারোর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেও সময় নেন। স্লিম মেয়েদের তুলনায় মোটা মেয়েরা স্বামীদের অনেক অনেক ভালো রাখেন। শুধু তাই নয়, স্বামীর চাহিদা-প্রয়োজনও দ্রুত বুঝতে পারেন। পাত্রী চেয়ে বিজ্ঞাপন দেওয়ার আগে কথাটা মনে রাখবেন। সর্বশেষ যে বিষয়ে মোটা মেয়েরা বেশি পারদর্শী, সেটি হলো রান্না। এই দিক থেকে রোগা মেয়েদের তুলনায় অনেকগুণ বেশি পারদর্শী হয় স্বাস্থ্যবান নারীরা। এরা নিজের খাওয়ার থেকে পরিবারের লোকদের খাওয়াতে বেশি পছন্দ করেন।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।