ফিচার

বিশ্বের সবচেয়ে বড় কলা! একটার ওজন প্রায় ৩ কেজি

কলা এমন একটি ফল যা সারা বছরই পাওয়া যায়। দেশ-বিদেশের বহু জায়গায় সবচেয়ে সহজলভ্য ফল হিসাবে কলার নামই প্রথমে মনে আসে। তবে একটা কলা ঠিক কত বড় হতে পারে? মানে ধরুন কত লম্বা কিংবা ওজনের কলা আপনি খেয়েছেন? সাধারণত কলা খুব বেশি হলে হাতের তালুর থেকে সামান্য বড় হয়।বিশ্বের সবথেকে বড় প্রজাতির কলা গাছ 15 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই বড়সড় কলার কাঁদির ওজন ৬০ কেজি। তাহলে একটা কলার ওজন কত, তা একবার ভেবেই দেখুন।

ইন্দোনেশিয়ার এই কলাগাছটি উচ্চতা একটি সাধারণ নারকেল গাছের সমান। কলাগুলির ওজন ৩ কেজি পর্যন্ত হতে পারে। এক একটি কলার কাঁদি ৩০০টি ফল ধরে রাখতে পারে। অবাক করার মতো বিষয়টি হল এই বিরাট সাইজের কলাগুলি পাকতে পাঁচ বছর পর্যন্ত সময় নেয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বলছে, বিশ্বের সবথেকে বড় প্রজাতির কলার নাম ‘মুসা ইনজেন্স’।

আরো পড়ুন: জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ৫ টি ধর্ম

অস্ট্রেলিয়ার পাপুয়া নিউ গিনি অঞ্চলেই হয় এই রাক্ষুসে কলা। গাছের গোড়াটি ১৫ মিটার। গাছের পাতাগুলি মাটি থেকে ২০ মিটার পর্যন্ত উপরে থাকে। কলার কাঁদি ৪৯ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ফলগুলি ডিম্বাকৃতির এবং প্রায় ১৮ সেন্টিমিটার বা ৭ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।