জাতীয়

নেতা-কর্মীদের কাল থেকেই মাঠে নামার নির্দেশ দিলেন ওবায়দুল কাদের

আগামীকাল বুধবার থেকে সারাদেশে সতর্ক পাহারা দেয়ার জন্য আওয়ামী লীগ কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার ৬ ডিসেম্বর সকালে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে তিনি একথা জানান। এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী সুযোগ দিচ্ছেন তাই বিএনপি সমাবেশ করতে পারছে। ১৩ বছরে যে দল ১৩ মিনিটের আ’ন্দোলন করতে পারেনি, তারা ১০ ডিসেম্বরে সরকার পতনের হু’মকি দিচ্ছে।

এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমা’র খা’রাপ লাগে যখন শুনি ছাত্রলীগ কর্মীরা ‘ভাই’কে মেইনটেইন করছে। ভাইকে মেইনটেইন করতে হবে কেনো? ছাত্রলীগ মেইনটেইন করবে বঙ্গবন্ধুর আদর্শ। এসব মেইনটেইন-টেনটেইন যেনো আর শুনতে না পাই। এ সময় ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনার আহ্বানও জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা পরবর্তী জেনারেশনকে নিয়ে ভাবেন। তাই তার টার্গেট ২১০০ সাল। ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের গত ৪৭ বছরে সবচেয়ে সাহসী নেতার নাম কী’? শেখ হাসিনা। গত ৪৭ বছরে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম কী’? শেখ হাসিনা। গত ৪৭ বছরে জনপ্রিয় নেতার নাম কী’? শেখ হাসিনা। বঙ্গবন্ধু হ’ত্যার পর গত ৪৭ বছরে সফল কূটনীতিকের নাম কী’? শেখ হাসিনা।

এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের দুশ্চিন্তায় প্রতিদিন মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে শত্রুর মুখে ছাই দিয়ে। কাদের বলেন, খেলা হবে। আ’ন্দোলবে হবে, নির্বাচনে হবে, ডিসেম্বরে হবে, আ’গুন সন্ত্রাসের বি’রুদ্ধে, দু’র্নীতির বি’রুদ্ধে, হাওয়া ভবনের বি’রুদ্ধে খেলা হবে। প্রস্তুত হয়ে যান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বরের হাঁকডাক! পতন করবেন সরকারের! পতন! ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারেননি। ১০ ডিসেম্বর ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব মহল্লায় পাড়ায়, জে’লায়, মহানগরে, ইউনিয়নে, থা’নায় সব জায়গায় সতর্ক পাহারা আগামীকাল থেকে। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার অঙ্গিকার। মানুষকে বাঁ’চাতে হবে। মানুষের জানমাল নিরাপদ করতে হবে। তাদের বিশ্বা’স নাই।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।