সংবাদ

মাহফিল শেষে ফেরার পথে ইসলামি বক্তার জিহ্বা কেটে দিলো দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শরিফুল ইসলাম ভূঁইয়া (৩৬) নামে এক ইসলামি বক্তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ছুরি দিয়ে তার জিহ্বার এক অংশ কেটে দেয়।

মাওলানা শরিফুল ইসলাম নূরীর নামক এক ইসলামিক বক্তা মাহফিল থেকে ফেরার পথে রাস্তায় তার জিব্বা কর্তন করা হয়েছে। শনিবার (৪ মার্চ) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহফিল শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে আজমপুর উপজেলায়।

পরবর্তীতে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে মাওলানা শরিফুল ইসলামের বাবার নাম মাওলানা আব্দুর রশিদ ভূইয়া। তার ছেলে মাওলানা শরিফুল ইসলাম বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক।

একই মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দৌলতবাড়ি মাহফিলে দেওয়া বক্তব্য শিয়াদের বিরুদ্ধে যাওয়ায় এ হামলা হয়। মাওলানা শরিফুল ইসলাম তার ভাগ্নের মোটরসাইকেল দিয়ে মাহফিল করে বাসা ফেরার পথে এ হামলা শিকার হয়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আর পিড়ুনঃ আগামী ২৩ মার্চ হতে পারে রমজানের প্রথম রোজা

এ বিষয় নিয়ে রোববার মানববন্ধন করেছেন শ্রীপুর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এ বিষয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল বলেন, শিয়ারা তাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা করেছে। সেই সাথে তিনি এ বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এবং যারা হামলা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে মৌখিকভাবে থানায় জানিয়েছেন, বলে শিকার করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসাদুল ইসলাম। তিনি বলেন এ বিষয়টি নিয়ে আমরা লিখিত অভিযোগ পেল। অতি দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।