সংবাদ

দুই স্ত্রীর যন্ত্রণায় যুবকের আত্মহত্যা

আত্মহত্যা : কারণ প্রতিরোধ ও প্রতিকার

আত্মহত্যা মহা পাপ। ২৫ বছর বয়সের যুবক মনিরুল ইসলাম বাড়ি জামালপুরের বকশীগঞ্জ। দুপুর ১ টা দিকে মনিরুল ইসলামের মরা দেহ উদ্ধার করেন পুলিশ। কাগমারি গ্রামের সুরুজ জামাল ওরফে কল্লে মিয়ার ছেলে মনিরুল ইসলাম।

পুলিশ জানান, গ্রামের লোকেরা তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও দরজা খুলছে না মনিরুল ইসলাম। স্থানীয় মানুষ দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে ঘরের পালার সাথে গলায় রশি বেঁধে ঝুলে আছেন মনিরুল ইসলাম।

থানায় খবর দেওয়া হলে ১ টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মনিরুল ইসলাম দুই বিয়ে করেছেন।

আর পড়ুনঃ প্রেমিকের সঙ্গে পালালেন বউ, প্রতিশোধ নিতে প্রেমিকের বউকে বিয়ে যুবকের!

এলাকাবাসী জানিয়েছেন দুই সতীনের মধ্যে স্বামী কে নিয়ে ঝগড়া হয়। ফলে মনিরুল ইসলাম তা সহ্য না করে তার নিজের গলায় রশি দেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি ‘আত্মহত্যা’ সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।