আন্তর্জাতিক

আজ আন্তর্জাতিক সুখ দিবস। প্রকাশ পেল বিশ্বের সবচেয়ে সুখী দেশের নাম

আন্তর্জাতিক সুখ দিবস পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। মানুষের জীবনের মূল উদ্দেশ্য সুখে থাকা ,এটি প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশন।

প্রত্যেক মানুষ-ই সুখ প্রত্যাশী। পৃথিবীর সব মানুষই সুখী হতে চায়। সুখী হতে চায় না এমন কোন মানুষ পাওয়া যাবে না। তারপরে অনেক মানুষ সুখের দাঁড় খুঁজে পায় না। মানুষের এ চাওয়াকে গুরুত্ব দিয়ে জাতিসংঘ প্রতি বছরের ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। মানুষের জীবনের মূল উদ্দেশ্য সুখে থাকা ,এটি প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশন।

দারিদ্র দূরবীকরণ পৃথিবীর প্রতিটি মানুষের সুখ সমৃদ্ধি নিশ্চিতে দিবস পালন করা হবে। ২০১২ সালের ২৮ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। অধিবেশনে জাতিসংঘের ১৯৩টি দেশের প্রতিনিধিরা দিবসটিকে স্বীকৃতি দেন। এরপর থেকে প্রতিবছর বিশ্বের একাধিক দেশ নানা আয়োজনে দিনটি পালন করে আসছে।

আরো পড়ুনঃ সকালবেলা উষ্ণ লেবু পানি উপকারিতা

এ ছাড়া সদস্যভুক্ত দেশগুলোর ওপর পূর্ণ এক বছর জরিপ পরিচালনা করে এই দিবসে সুখী দেশের তালিকা প্রকাশ করে থাকে জাতিসংঘ। ছয়বারের মতো এবারও বিশ্বের প্রথম সুখী দেশ হিসাবে ফিনল্যান্ড নির্বাচিত হয়। এতে ১৩৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম। বিশ্বের মধ্যেও সর্বপ্রথম স্থান অধিকার করেন, ফিনল্যান্ড, দ্বিতীয় স্থান অধিকার করেন ডেনর্মাক,তৃতীয় স্থান অধিকার করেন, ইসরায়েলসহ আরো বিভিন্ন দেশ।

সুখী দেশের তালিকা করতে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনা করা হয়।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।