টিপস এন্ড ট্রিকস

নিজেকে স্মার্ট করে তোলার ৫ টি কৌশল

নিজেকে স্মার্ট রাখার প্রথম শর্ত হলো পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে যতোই জমকালো পোশাক পরুন আর সাজগোজ করুন না কেন, দেখতে ভালো লাগবে না। কে না চায় নিজেকে স্মার্ট করে তুলতে। বর্তমানে মানুষ সুন্দর বা স্মার্ট পূজারী। কিছু কৌশল আর অভ্যাস তাকে স্মার্টনেস করে তুলবে।

১.একটি কথা সত্য যে, যে ব্যক্তি ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতে পারে অন্যদের চেয়ে বেশি স্মার্ট হয়। স্মার্ট হওয়ার জন্য সব সময় সৃজনশীলতা শেখার প্রয়োজন। যার ভিতরে যত সৃজনশীলতা বেশি তাকে তত স্মার্টনেস দেখাবে। স্মার্টনেস হতে হলে শেখার কোন বিকল্প নেই।

২.নিত্য নতুন শেখার জন্য সব সময় উৎ ‍সুক থাকুন। একজন উৎসাহিত মানুষ যেকোনো কিছু খুব সহজে শিখে ফেলতে পারে। আপনি যখনই এই চর্চাটা শুরু করে দেবেন, কিছুদিন বাদে নিজেই টের পাবেন যে, আপনার মস্তিষ্ক আগের চেয়েও দারুণ সক্রিয়ভাবে কাজ করছে, আর আপনি প্রতিদিনই নিজেকে অনেক বেশি স্মার্ট করে তুলছেন। একজন উৎসাহী মানুষ যেকোন কিছু খুব সহজেই শিখে ফেলতে পারে ।

৩.১৯৯৯ সালে দুই মনোবিজ্ঞানীর গবেষণায় বলা হয়, যা জানেন না তার স্বীকার করে নেওয়া স্মার্টনেসের লক্ষণ। বলা হয়, বুদ্ধিমান ও স্মার্টরাই নিজের জ্ঞানের সীমানা প্রকাশ করতে পারেন। এর মাধ্যমে এক ধরনের সততাও প্রকাশ পায়। তাই নিজেকে স্মার্ট করে তোলার জন্য আপনি যা শিখবেন তা অন্যকে শেয়ার করুন বা শেখাতে চেষ্টা করুন। একই সাথে অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে আপনার আইডিয়ার একেবারে স্বচ্ছ একটি ছবি আপনা আপনি তৈরি হয়ে যাবে আপনার মস্তিষ্কে। ভাই আপনি যা শিখবেন তা অন্যকে শেখাতে বা শেয়ার করতে ভয় পাবেন না।

৪.স্মার্ট হওয়ার জন্য আপনাকে সব সময়, সব স্থানে সময়ের সাথে নিজেকে মানিয়ে চলতে হবে। কেননা, যারা প্রকৃত পক্ষে স্মার্ট তারা যে কোন স্থানে নিজেকে মানিয়ে নিতে পারে। কোন দ্বিধাবোধ করে না। স্মার্টনেস মানুষরা খারাপ সময়ের সাথে পজিটিভ চিন্তা করার মাধ্যমে নিজেকে খাপ খাইয়ে নেয়। যেদিকে ঘটে গেছে সেটি নিয়ে চিন্তা না করে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা স্মার্ট ব্যক্তিদের কাজ।

আরো পড়ুন: মনোযোগ বাড়ানোর এক ডজন একটি কৌশল!

৫.আমরা নিজেরাই অনেক সময় জানিনা কতটা প্রতিভা আমাদের মধ্যে লুকিয়ে আছে। নিজেকে আবিস্কার করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জেনে রাখুন, আপনাকে দিয়ে সব কিছু খুব ভাল মতো করানো সম্ভব নয়, তবে আপনি এমন কিছু করতে পারেন যেটা সত্যি আপনি ছাড়া অন্য কেউ তেমনভাবে পারবে না। অর্থাৎ এই কাজটাই আপনার প্রকৃত শক্তির জায়গা।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।