ফিচার

এক শরীরে দুই ভাই সোহানা ও মোহনা চাকরিও করেন তারা

ভারতের নয়া দিল্লিতে ২০০৩ সালে সোহানা ও মোহনা জন্মগ্রহণ করে। তারা দুজন জমজ ভাই। দুজনের একই শরীর হলেও তাদের মাথা আলাদা, দুজনের চারটি হাত, দুটি হৃদপিণ্ড, ও দুটি পা রয়েছে। এজন্য তাদেরকে আলাদা করা হয়। তাদেরকে আলাদা করা হলে একজন বাঁচবে অন্যজন মরবে বলে জানিয়েছেন ডাক্তার।

সোহানা ও মোহনা বেড়ে উঠেছে একটিএতিমখানায়। এতিমখানার শিক্ষকরা জানা, শৈশব থেকেই সোহানা ও মোহনার পড়ালেখার প্রতি আগ্রহ বেশি। পড়ালেখার পাশাপাশি তারা ইলেক্ট্রনিক টুকটাক কাজ করার প্রতি আগ্রহ ছিল। তাদের মেট্রিক পড়া শেষ হলে তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি করে দেওয়া হয়।

বর্তমানে তারা একটি বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে সরকারি চাকরি পেয়েছে। এ কক্ষে বৈদ্যুতিক সরঞ্জাম দেখভাল করবে তারা। সরকারি এ চাকরি পেয়ে তারা অনেক খুশি। শরীর এক হলে বেতন পাবে আলাদা আলাদা। দুই ভাইয়ের স্বপ্ন ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেউ শেষ করে সরকারি চাকরি পাওয়ার।

আরো পড়ুন: এক শরীরে দুই বোন, একজন গণিত ও অন্যজন ইংরেজি টিচার

অবশেষে তাদের স্বপ্নে পূরণ হলো। তারা দুই ভাই মাসে ২০ হাজার করে ৪০ হাজার টাকা বেতন পায়। পাঞ্জাবে সরকারের পাশাপাশি এতিমখানার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা দুই ভাই। শিক্ষকদের সম্পর্কে তারা বললেন, আমাদের শিক্ষক আমাদেরকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছেন।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।