ছবি তে কী দেখছেন? উত্তরই বলে দেবে আপনার মানসকিতা
মানুষের দৃষ্টির সঙ্গে মগজের একটা অদ্ভুত যোগ আছে। মানে দৃষ্টি সবসময় যা দেখে, তা মগজে অনেক সময়েই ধরা পড়ে না। আবার মগজে অনেকসময় যা আসে, তা দেখা যায় না চোখে। সেই কারণেই নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় চোখে ধাঁধা লাগিয়ে দেওয়া ছবি তবে অনেক সময়ে এই ভাইরাল ছবিগুলো দেখলে বোঝা যায় আসলে আপনার মনের মধ্যে কী চলছে। সেটা নির্ধারিত হয় ছবিতে আপনি কী দেখতে পাচ্ছেন, তা দেখে।
আপেল নাকি মানুষ: একটি আপেলের অংশ, একজন যুবকের মুখের প্রতিচ্ছবি এবং একজন যুবতীর মুখের প্রতিচ্ছবি। তবে কে প্রথমে কোনটি দেখছেন, তাই বলে দেবে তার চারিত্রিক ধরন। এখন আপনার চারিত্রিক গঠন বৈশিষ্ট্য করা হবে ছবিটি দেখে। আপনি কতটা স্নায়ুর চাপে ভোগেন সেটিই প্রকাশ করবে ছবিটি।
মনোবিদরা বলছেন, যারা প্রথমে দেখতে পাচ্ছেন যুবকের মুখের ছবি, তারা নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে পারেন না। যারা প্রথমেই দেখতে পাচ্ছেন আপেলের ছবি, তারা নিজেদের লক্ষ্যে স্থির। এর ফলে অন্যের থেকে এদের স্নায়ু খুব বেশি শক্তিশালী। অন্যদিকে, যারা প্রথমেই দেখতে পাচ্ছেন যুবতীর মুখের ছবি, তারা অনিশ্চয়তায় ভোগেন বলে জানান হয়েছে। আপনি প্রথমে কোনটি দেখতে পেলেন?
খুলি না মহিলা: প্রথম দেখাতেই খুলি চোখে পড়ার অর্থ আপনি বাস্তববাদী। সুন্দর জিনিস যে খুব বেশি দিন টেকে না তা বিশ্বাস করেন। আর যদি দেখেন, এক নারী আয়নার সামনে বসে রয়েছেন তার অর্থ আপনি কিন্তু ভীষণই অসচেতন।
মুখ না মাছ: ছবিতে আপনি কি দেখেছেন তার উত্তরই আপনাকে বলে দিবে আপনার মন-মানসিকতা কেমন। উত্তর মুখ হলে ভীষণ সামাজিক মানুষ আপনি। খুব সহজে অন্যের সঙ্গে মিশে যেতে পারেন এবং কৌতূহলী। আর মাছ হলে, নিজের জীবন নিয়ে বেশ খুশি। ভবিষ্যতের ভাবনা ভাগ্যের উপর ছেড়ে দেন। যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন।এখন বুঝে নেন আপনি কেমন মন মানসিকতার মানুষ।
আরো পড়ুন: হাতের আঙুলের আকার বলে দেবে আপনার ব্যক্তিত্ব বা আপনি কেমন মানুষ! মিলিয়ে নিন..
নারী না পুরুষ: পুরুষের মুখ দেখতে পেলে আপনি ভীষণ রোম্যান্টিক, এবং নিজের পার্টনারকে ভীষণই ভালবাসেন। আর নারীর মুখের অর্থ জীবনের প্রতি ভীষণই পজিটিভ দৃষ্টিভঙ্গি আপনার।
মুখ না লাঠি: ছবিতে যদি দুজনের মুখ দে’খতে পান তার অর্থ কোনো অসুবিধায় পড়লেই আশেপাশ দেখে তা সমাধান করেন। আর লাঠির আ’কারে দে’খতে পেলে তার অর্থ সবকিছু দূ’র থেকে যাচাই ক’রতেই পছন্দ করেন।
বাংলাদেশের এবং বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।