স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয়।
আমরা অনেক সময় ঘুমের মধ্যে স্বপ্ন দেখি যা নিয়ে অনেকের অনেক রকম কথা শোনে থাকি আজ আমরা জানবো স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয়।
অনুলিপি ডেস্কঃ পরহেযগার ও সত্যবাদী মানুষের স্বপ্ন সত্য হ’তে পারে। কারণ রাসূল (সাঃ) বলেন, যখন ক্বিয়ামত নিকটবর্তী হবে, তখন মুসলিমের অধিকাংশ স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না। তোমাদের মধ্যকার অধিক সত্যবাদী লোক সর্বাধিক সত্য স্বপ্নদ্রষ্টা হবে। তিনি বলেন, মানুষের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে (ক) ভাল স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে (খ) কষ্টদায়ক স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে হয় (গ) মনের মধ্যে উদ্ভূত কল্পনা, যা স্বপ্নে দেখা যায় (মুসলিম হা/২২৬৩)। আর স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখতে পাওয়া অস্বাভাবিক নয়। এক্ষণে যদি কেউ স্বপ্নে এরূপ মৃত ব্যক্তিকে ভাল অবস্থায় দেখে বা মৃত ব্যক্তিকে ভাল কোন সংবাদ বা উপদেশ দিতে শুনে, তবে আল্লাহর শুকরিয়া করবে। রাসূল (ছাঃ) বলেন, যখন তোমরা কেউ ভালো স্বপ্ন দেখবে, তখন আলহামদুলিল্লাহ পড়বে এবং সে নিজের প্রিয় লোকদের কাছে তা বলতে পারে (বুখারী হা/৬৯৮৫)। আর যদি মৃত ব্যক্তিকে খারাপ অবস্থায় দেখা যায় বা সে খারাপ সংবাদ প্রদান করে তাহ’লে বুঝতে হবে যে, এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। এক্ষেত্রে রাসূল (ছাঃ)-এর নির্দেশনা হ’ল, বাম দিকে তিনবার থুক মেরে ‘আ‘ঊযুবিল্লা-হি মিনাশ শায়ত্বা-নির রজীম’ বলবে এবং পার্শ্ব পরিবর্তন করবে (মুসলিম হা/২২৬২, মিশকাত হা/৪৬১৩)। অন্য বর্ণনায় এসেছে দাঁড়িয়ে (দু’রাক‘আত) ছালাত আদায় করবে এবং কাউকে বলবে না।
কারণ এই স্বপ্ন তার কোন ক্ষতি করে না। জাবির (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (ছাঃ) জুম‘আর খুৎবাদানরত অবস্থায় জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি স্বপ্নে দেখলাম যে, আমার ঘাড়ে আঘাত করার ফলে আমার মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। তারপর আমি তা ধরে এনে পুনরায় আমার ঘাড়ে স্থাপন করলাম। রাসূল (ছাঃ) হেসে উঠে বললেন, ঘুমের মধ্যে তোমাদের কারো সাথে শয়তান খেলা করলে সে যেন তা লোকের কাছে না বলে। উল্লেখ্য যে, খারাপ স্বপ্ন দেখলে বা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে ছাদাক্বা করার যে প্রথা সমাজে চালু আছে তা বিদ‘আত। এগুলো থেকে বিরত থাকা কর্তব্য। বরং মৃত ব্যক্তির মাগফেরাতের জন্য যেকোন সময় দো‘আ ও ছাদাক্বা করা যায়। স্বপ্ন নিয়ে ইসলামিক কি ব্যাখ্যা দেয় আসুন জেনে নেই। মৃত ব্যক্তিকে যদি উত্তম অবস্থায় দেখতে পায় । যেমন পরিধানে সাদা কিংবা সবুজ কাপড় ও মুখে হাসি অথবা সে খুশির সংবাদ প্রধান করে, এমন স্বপ্ন দেখলে:এটা মৃত ব্যক্তির পরকালীন জীবন সুখ ও শান্তির নির্দেশন। স্বপ্নে মৃত লোকের জন্য কবর খনন করছ দেখলে এর অর্থ দাঁড়ায়:বস্তবে মৃত লোকের পরিচিত হলে তার জাগতিক ও পরকালীন বিষয়ে দর্শনকারী এমন তার পথ অনুসরন করবে এবং অপরিচিত হলে দর্শনকারীর এমন বিষয় অর্জনের চেষ্টা করবে যা তার পক্ষে হাসিল করা সম্ভব হবে না।
স্বপ্নে নিজের মৃত্যু দেখলে তার অর্থ হচ্ছে > স্বপ্নে নিজের মৃত্যু দেখলে বাস্তব জীবনে তার দ্বীন ও ঈমানের দুর্বলতা এবং দৃষ্টিশক্তিতে অন্ধত্বের প্রভাব প্রতিফলিত হবে। জীবিত অবস্থায় কেউ যদি স্বপ্নে নিজেকে কবরবাসী দেখে তাহলে তার অর্থ হচ্ছে>সে কারাবন্দী হবে অথবা ব্যক্তিগত ব্যপার নিয়ে কঠিন সমস্যার সম্মুখীন হবে। কেউ যদি দেখে সে কবর খুঁড়ছে তার অর্থ হলো>আপন মহল্লা বা শহরে সে একটি ঘর নির্মাণ করবে। কোন ব্যক্তি ঘুমন্ত অবস্থায় মৃত লোককে দেখতে পায় এবং তার সাথে কোন বিষয় জানতে চায় আর সে বলে দেয়,এইরকম স্বপ্ন দেখার অর্থ:এই রকম স্বপ্ন সত্য ও সঠিক।এতে কম বেশ বা ব্যতিক্রমের কোন সম্ভাবনা নাই ।অর্থাৎ মৃত ব্যক্তি যদি বলে সে ভাল অবস্থায় আছে তাহলে সে সুখেই আছে পরকাল তার শান্তিতে কাটছে । মৃত ব্যক্তির সাথে যদি নিজের ও পরের যে অবস্থার কথা বলবে তা সত্য ও সঠিক রুপে নিতে হবে।কেননা মৃত ব্যক্তি বর্তমানে মাকামে হক তথা চরম সত্য জগতে বাস করছে ,যেখানে মিথ্যার কোন স্থান নেই। কাজেই যে সংবাদ সে প্রাদান করছে তাতে কোন মিথ্যার আশ্রয় নেয়ার তার কোন সুযোগই নেই।
স্বপ্নে যদি কোন জীবিত ব্যক্তি দেখে সে কোন মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তির কাপড় বা তার পরিধানের কাপড় পরার জন্য দিয়েছে এবং সেটি মৃত ব্যক্তি গ্রহণ করেছে,পরেও ফেলেছে, এমন স্বপ্ন দেখলে:জীবিত ব্যক্তি মারা যাবে এবং মৃত্যুর পর মৃত ব্যক্তির সাথে মিলিত হবে।
স্বপ্নে মৃত্যু দেখলে তার অর্থ হচ্ছে > স্বপ্নে মৃত্যু দেখলে দ্বীনী বিপর্যয় এবং দুনিয়াতে উচ্চ মর্যাদা লাভের প্রমাণ।কিন্তু এর শর্ত হলো তার সাথে কান্নাকাটি ও চিৎকার থাকতে হবে,লাশকে কবর এর উদ্যেশে নিয়ে যাবে কিন্তু দাফন করবে না।যদি দেখে দাফন করে ফেলেছে তাহলে দর্শনকারীর দ্বীনী বিষয়ে কল্যাণ ও সংশোদনের আশাত অনেক দূরে। বরং তার জীবনে শয়তানের প্রভাব ও দুনিয়ার মোহ- মায়া থাকে ধীরে ধীরে প্রবল ভাবে গ্রাস করবে।তদ্রূপ যে সংখ্যক মানুষের জানাযায় সে যোগদান করেছে তার সমপরিমাণ মানুষ তার প্রভাব বলয়ে বিচরণ করবে।তাদের সবার উপরে সে প্রাধান্য বিস্তার করে দোর্দন্ড প্রতাপে নেতৃত্ব করেবে। কেউ যদি মৃত ব্যক্তিকে মলিন চেহারা,ময়লা কাপড়,জীর্ণ বসন,এলোমেলো চুলে এবং রাগানিত অবস্থায় দেখতে পায়, এমন স্বপ্ন দেখলে:মৃত ব্যক্তির পরকালীন জীবনে দুঃখময় এবং সে বিপদগ্রস্ত। মৃত ব্যক্তিকে কেউ যদি অসুস্থ দেখে স্বপ্নে তাহলে এর অর্থ: সে ব্যক্তি গুনার প্রতিদান ভোগ করছে ।
আরো পড়ুন: ছবির মানুষটি সামনে আসছে না দূরে যাচ্ছে? উত্তর বলে দেবে, আপনি মানসিকভাবে নারী না পুরুষ
ইতিপূর্বে মারা গেছে এমন মানুষকে কেউ দ্বিতীয়বার মারা যাচ্ছে এবং আরও দেখলে চিৎকার ও বিলাপহীন অবস্থায় তার জন্য কান্নাকাটি করছে, এমন স্বপ্ন দেখলে:বাস্তবে পরিবারের কারো বিয়ে হবে। স্বপ্নে যদি দেখে মৃত ব্যক্তি তার কাছ থেকে রুটি কিংবা আংটি গ্রহণ করেছে, এমন স্বপ্ন দেখলে:তার ছেলে ,মেয়ে তাকলে মারা যাবে বা ধন-সম্পদ থাকলে বিনষ্ট হয়ে যাবে । স্বপ্নে কান্নার সাথে উচ্চস্বরে বিলাপ ও চিৎকার করতে দেখলে এর অর্থ হবে:বাস্তব জীবনে তার সন্তান বা বংশের কোন লোক মারা যাবে। কেউ যদি স্বপ্ন দেখে তার ঘরে রুগ্ন মৃত ব্যক্তি প্রবেশ করেছে তাহলে:তার রোগ স্থায়িত্ব লাভ করবে এমঙ্কি সে মৃত্যুবরণ ও করতে পারে। স্বপ্নে মৃত ব্যক্তি হতে কিছু গ্রহন দেখলে তার অর্থ:মৃত ব্যক্তি হতে কিছু গ্রহন উত্তম কিন্তু তাকে কিছু দেয়া অশুভ লক্ষণ।কেউ যদি দেখে মৃত ব্যক্তি তাকে কোন জাগতিক বস্তু দান করেছে তা হলে সে কল্যাণনের অধিকারী হবে ও ধারণা করে নাই এমন জায়গা থেকে রিযিক লাভ করবে। স্বপ্নে দেখল মৃত ব্যক্তির সাথে কোলাকুলি করছে অথবা তাকে হত্যা করে ফেলেছে এমত অবস্থায় এর অর্থ দাড়াবে:দর্শনকারী জীবিত লোকটির বয়স বৃদ্ধি পাবে । কেউ স্বপ্ন দেখল,তার ঘরে মৃত ব্যক্তি প্রবেশ করেছে এবং সে ও মৃত লোকের সাথে রয়েছে ,কিন্তু ঘরটা তার অপরিচিত,এ অবস্থায় এর অর্থ দাড়াবে:তাহলে সে ব্যক্তি মারা যাবে এবং মৃত্যুর পর মৃত ব্যক্তির সাথে মিলিত হবে। কেউ যদি দেখে মৃত ব্যক্তির অঙ্গ-প্রতঙ্গ বিষ ব্যথায় জর্জরিত, এমন স্বপ্ন দেখলে:সে অঙ্গ যার সাথে সংশিষ্ট কবর জগতের তার সম্পর্কে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে।