সোশ্যাল মিডিয়া

আপনি কেমন মানুষ? বলা যাবে আপনার বসার ধরন দেখে

পৃথিবীতে প্রত্যেক মানুষের চলার ধরন এবং বসার ধরন আলাদা হয়ে থাকে। প্রতিটি মানুষই আলাদা, কেউ কারও মতো না। আপনার চলাফেরার সাথে মিল পাবেন না অন্য কারোর। একজন মানুষকে বাইরে থেকে দেখে বা মেলামেশা করেও বোঝা যায়না সে কেমন। কিন্তু তাদের বসার ধরন দেখেও নাকি বোঝা যায় কে কেমন ব্যক্তিত্বের অধিকারী।

আপনি কী ভাবে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? বাবু হয়ে, পায়ের উপর পা তুলে, নাকি অন্য কোনও ভাবে? জানেন কি, স্রেফ আপনার বসার ধরন দেখে আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া সম্ভব? এমনকি আপনার ব্যক্তিত্ব কেমন, তা-ও বলা সম্ভব আপনার বসার ধরন দেখে। আজ এমন কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যে কোন মানুষের বসার ধরন দেখলে আপনি বলে দিতে পারবেন সে মানুষ হিসাবে কেমন। তাহলে চলুন জেনে নেয়া যাক:

১.অনেক মানুষ সামনের দিকে ঝুকে বসে কাজ করতে পছন্দ করে। তারা কৌতূহলী চরিত্রের হন। নতুন মানুষের সঙ্গে পরিচয় করতে, অজানা বিষয় সম্পর্কে জানতে পছন্দ করেন। এরা বেশ সহজেই মানুষের মন জয় করতে পারে।

২.সোজা ভাবে যারা বসেন, তারা খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এরা আবার খুব পরোপকারীও হন। স্বাস্থ্য সচেতন হন এরা। সেই জন্যই সোজা হয়ে বসেন, যাতে পিঠের সমস্যায় ভুগতে না হয়।

৩.দুই হাত এক করে কোলে নিয়ে বসেন অনেকে। এমন মানুষ ভাল বন্ধু হয়ে থাকেন, আবার খুবই আবেগপ্রবণও। বাঁচার নেশায় বুঁদ থাকেন এরা। সব সময় এরা কাছের মানুষের মুখে হাসি দেখতে চান।

৪.যারা সোজাভাবে বসেন, তারা খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকে। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। আবার এরা খুব পরোপকারীও হয়। এছাড়াও এরা স্বাস্থ্য সচেতন হয়ে থাকে। সেই জন্যই হয়তো সোজা হয়ে বসেন যাতে পিঠের সমস্যায় না পড়তে হয়।

৫.পায়ের উপর পা তুলে বসা মানেই একটু সাহেবি ভাব আসা। তবে এদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। এমন মানুষরা নিজেদের মধ্যে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

৬.দুই পা ক্রস করে বসে থাকেন অনেকে। এমন মানুষ সব কিছুতে কর্তৃত্ব করতে খুব ভালবাসেন। সমস্ত কিছু জানতে চান। আর সমস্ত পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন।

৭.দুই হাত পায়ের ভিতরে গুজে যারা বসেন তারা বেশ স্পর্শকাতর। অন্যের মনের কথা বুঝতে পারেন, সাহায্যও করেন। এরা একটু লাজুক প্রকৃতিরও হয়। আত্মবিশ্বাসেরও অভাব থাকে।

আরো পড়ুন: হাতের আঙুলের আকার বলে দেবে আপনার ব্যক্তিত্ব বা আপনি কেমন মানুষ! মিলিয়ে নিন..

৮.যে ব্যক্তি পিছনের দিকে হেলে বসতে পছন্দ করেন, তিনি সময় নিয়ে সমস্ত কাজ করতে ভালবাসেন। আবেগপ্রবণ ও স্পর্শকাতর হন এরা। আবেগের বশেই জীবনের সিদ্ধান্ত নিতে ভালবাসেন।

৯.সামনের দিকে ঝুকে যারা বসে কাজ করে তারা কৌতূহলী চরিত্রের হন। নতুন মানুষের সঙ্গে পরিচয় করতে, অজানা বিষয় সম্পর্কে জানতে পছন্দ করেন। এরা বেশ সহজেই মানুষের মন জয় করতে পারে।

১০. যারা দুই পা জোড়া করে বসেন, তারা পারফেকশনিস্ট। বাহ্যিক ভাবে এমন মানুষদের কঠিন স্বভাবের মনে হতে পারে। কিন্তু এরা খুবই আন্তরিক ও দয়াপ্রবণ হয়ে থাকেন।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।