ফিচার

লিফট আটকে গেলে যা করবেন

আজকাল লিফট ছাড়া সিঁড়ির ব্যবহার একদমই কমে এসেছে। লিফট প্রযুক্তির একটি সেরা আবিষ্কার। প্রশান্তির অন্য নাম লিফট। কারণ উঁচুতলা ভবনগুলো লিফট ছাড়া কল্পনা করা যায় না। কিন্তু অনেক সময় যান্ত্রিক ত্রুটির সময় লিফট আটকে গেলে ঘটে বিপত্তি। তাই সতর্ক থাকতে সবারই জানা জরুরি লিফট আটকে গেলে কি করনীয়। চলুন তবে জেনে নেয়া যাক

ক্লোজ আপনি ডোর ওপেন নামে একটি বোতাম দেখতে পাবেন। যে টিপুন দেখুন আপনি কোথায় আটকে আছেন। আপনি যদি একটি ফ্লোরের সামনে থাকেন তবে সেখানে নেমে যান। এবং যদি আপনার লিফট মেঝের উপরে বা নীচে ঝুলে থাকে তবে তাড়াহুড়ো করবেন না বা আতঙ্কিত হবেন না।

লিফটে বেশি মানুষ থাকলে লিফটের মেঝেতে বসে পড়তে হবে। আপনি দাঁড়িয়ে থাকলে অস্থিতে যে পরিমাণ চাপ পড়ত তার তুলনায় অস্থিতে কম চাপ পড়বে এ পজিশনে। যদি বসে পড়ার মতো জায়গা না থাকে, তাহলে অন্তত চেষ্টা করুন হাঁটু বাঁকা করে রাখতে, এটিও পায়ের বল কমাতে কিছুটা সাহায্য করবে।

আরো পড়ুন: নাক-কান-গলায় কিছু ঢুকে গেলে কী করবেন জেনে রাখুন

ভয় পাওয়া যাবেনা। চলন্ত অবস্থায় হঠাৎ লিফট বন্ধ হয়ে গেলে অনেকেই ভয় পেয়ে যান। অন্য কোনো কারণে নয়। শুধু ভয়ের কারণে আপনার সাথে অনেক খারাপ ঘটনা ঘটতে পারে। আর তাই লিফট হঠাৎ বন্ধ হয়ে গেলে আতঙ্কিত হবেন না। এটা একটা ভয়ানক জিনিস মনে করবেন না।

যদি আপনি দেখেন যে, সেখানে মেডিকেল বা অন্য কোন বৈধ প্রকারের জরুরী অবস্থা থাকে তবে এর মানে হল আপনাকে নিজে থেকে লিফট থেকে পালাতে হবে। স্টপ বাটনে চাপ দিন এবং এটি আটকে গেলে, এটি পুনরায় টানুন এবং আবার এটি চাপ দিন।

বাংলাদেশের এবং বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।