কারেন্ট শক খেলে তাৎক্ষণিক যা করা উচিত

মানব দেহ বিদ্যুৎ সুপরিবাহী। অতি সহজে মানুষের শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। বর্তমানে প্রত্যেকটি মানুষের বাড়িতেই কারেন্ট ব্যবহার রয়েছে। দৈনিক বিভিন্ন কাজে আমরা কারেন্ট ব্যবহার করে থাকি। কারেন্ট শক করলে মানুষের মরণও হতে পারে।
অধিকাংশ বিদ্যুৎপৃষ্ট হবার ঘটনা ঘটে অসতর্কতা থেকে। তাই বৈদ্যুতিক দুর্ঘটনার ব্যপারে জানা থাকা খুব জরুরি। একটু সচেতনতা অনেক সময় অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে আপনাকে বা পরিবারকে। চলুন জেনে নেওয়া যাক কারেন্ট শক খেলে কি করা উচিত…
১. বৈদ্যুতিক শক করলে আতঙ্কিত হয়ে পড়বেন না।পরিস্থিতির সঙ্গে সচেতন হওয়ার চেষ্টা করুন এবং সাথে সাথে দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করুন,মাথা ঠান্ডা রাখুন।
২. কেউ কারেন্টের শক খেলে তার শরীরে ধরা যাবে না। সাথে সাথে কারেন্টের মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করুন। এতে যদি কাজ না হয় তাহলে শুকনো বাশ দিয়ে আঘাত করুন অথবা শুকনো খবরের পেপার দিয়ে আঘাত করতে পারে।
৩. কারেন্টের শক খাওয়া ব্যক্তির শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে সেজন্য তাকে অক্সিজেন লাগানোর ব্যবস্থা করতে হবে এবং দ্রুত হাসপাতাল নিতে হবে।
৪. বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির শরীর (বুক, পিঠ, হাত-পায়ের তালু, ঘাড় ইত্যাদি) মালিশ করলে রক্ত চলাচলে সহায়তা হয়। বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির গলা, বুক এবং কোমড়ের কাপড় ঢিলা করে দিতে হবে। দ্রুত তাকে বালিশ ছাড়া মাটিতে শুইয়ে দিন। এতে অতিরিক্ত বিদ্যুৎ মাটিতে চলে যাবে।
আরো পড়ুন: বিদ্যুৎ বিল কমানোর সহজ পদ্ধতি! এখন থেকে বাড়তি বিলের বোঝা ঝেড়ে ফেলুন!
৫. ফ্যানের ক্যাপাসিটর ডিসচার্জ না করে স্পর্শ করা উচিৎ নয়। বৈদ্যুতিক সংযোগ থাকা আবস্থায় কোন ক্রমেই বৈদ্যুতিক যন্ত্রাংশ(দূরদর্শন, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি) মেরামত করতে যাওয়া উচিৎ নয়।
৬.রেফ্রিজারেটরের রং উঠে যাওয়া জায়গা স্পর্শ করা উচিৎ নয়।ইস্ত্রী ব্যবহারের আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে ওটি বিদ্যুতায়িত হয় নি।যে কোন বৈদ্যুতিক সংযোগ দেওয়ার আগে সুইচ বন্ধ করে নিতে হবে। ইত্যাদি কাজ মোটামুটি ভাবে আপনাকে নিরাপদ রাখতে সাহায্য করবে।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।