নতুন নকশায় আসতে চলেছে হোয়াটসঅ্যাপ অ্যাপ

জনগণের চাহিদার সঙ্গে তাল মেলাতে নিত্য নতুন বদলে আসছে বিভিন্ন অ্যাপে। ঠিকই মনে আরেকটি নতুন বৈশিষ্ট্য চলে আসছে হোয়াটসঅ্যাপ জানা গিয়েছে, নতুন ই অ্যাডভান্সড ওয়ালপেপার ফিচারের মাধ্যমে ইউজাররা সহজেই প্রত্যেকটি চ্যাটের জন্য আলাদা করে ওয়ালপেপার সেট করতে পারবেন।
সবচেয়ে বিশেষ পরিবর্তন যেটি হলো, অন্যের কাছে পাঠানো কোনো ম্যাসেজ বা ভিডিও যদি ভুল করে ক্লচলে যায় তখন সঙ্গে সঙ্গে ডিলিট করে দিলে সেটি অন্যের ফোন থেকে ও ডিলিট হয়ে যেত। এবং সেই ম্যাসেজ, ভিডিও বা ফটো অন্যের ফোন সেভ হতনা।
আরো পড়ুন: যেভাবে পেনড্রাইভে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ রাখবেন!
কিন্তু এখন নতুন ফিচার অ্যাপ্লিকেশনে যুক্ত হওয়ার পর আপনার একবার পাঠানো কোনো ম্যাসেজ, ফটো বা ভিডিও আমি ডিলিট ফর এভরিওয়ান করলেও সেভ হয়ে যাবে ওপরের ফোন। তাই অন্যের কাছে কিছু পাঠানোর আগে ভালো করে ভেবে পাঠাতে হবে। তাছাড়া এখানেই শেষ নয়, নতুন নতুন ইমোজিও নিয়ে আসতেছে হোয়াটসঅ্যাপ।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।