ক্রিকেটখেলাধুলা

অস্ট্রেলিয়া সিরিজের আগেই দুঃসংবাদ পেলো ভারত!

মাত্র দুদিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। তার আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। পেসার মোহাম্মদ শামির করোনা পজিটিভ হয়েছে। এই কারণে ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই।

আগামী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে ভারত। এরই মধ্যে মোহালিতে পৌঁছে গেছেন বিরাট কোহলিরা। তবে শামির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি দল জানতে পেরেছে সেখানে পৌঁছানোর পর। আপাতত শামি আছেন কোয়ারেন্টাইনে। তার বিকল্প হিসেবে দলে ডাক পেতে পারেন উমেশ যাদব।

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতকে ফেভারিট হিসেবেই দেখছেন জয়াবর্ধনে!

দেশের জার্সিতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শামি আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। এই সময়ের মধ্যে ভারত একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেললেও দলে রাখা হয়নি তাকে। এশিয়া কাপেও ভারতীয় দলে জায়গা হয়নি এই পেসারের। নাম নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও। তবে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে শামিকে।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দুইটির জন্য স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এবার করোনা পজিটিভ হয়ে ছিটকে গেলেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ থেকেও। ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে শামির।

এখন শামির কোভিড সংক্রমণ থেকে সুস্থ হওয়ার ওপর নির্ভর করছে তার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী সিরিজ খেলতে পারার বিষয়টি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।