মতামতশিক্ষা

ধাঁধা: বলতে হবে নিচের কোনটি ’তিন শূন্য তিন চার’ হবে?

তিন শূন্য তিন চার কোনটি? এমন প্রশ্ন দেখে আপনি হয়ত ভাববেন, এর চেয়ে সহজ ধাঁধাও হয় নাকি! আপনি যদি এমন ভাবেন তাহলে আপনি ভুল ভাবছেন। কেননা, ছবিটি দেখলে আপনি দেখবেন সবগুলা অপশনই প্রশ্নের সাথে মিলে যাচ্ছে। চলুন অপশন গুলো দেখে নেই। ‘ক’ অপশনে হলো-(৩০৩৪), ‘খ’ অপশনে দেওয়া-(০০০৩৪),’গ’ অপশনে দেওয়া-(০০০৪৪৪), ‘ঘ’ অপশনে দেওয়া-(৩০৪৪৪)।

‘ক’ অপশন বিবেচনা করলে দেখা যায় (৩০৩৪) উত্তরটি প্রশ্নের সাথে মিলে যাচ্ছে। তেমনিভাবে দেখো যায় ‘খ’, ‘গ’, ‘ঘ’ সবগুলোই তিন শূন্য তিন চার বললে ভুল হবে না। যেহেতু এটা আইকিউ(Intelligence quotient) প্রশ্ন, তাই আন্দাজে শিউর না হয়ে মনগড়া উত্তর দিলে হবে না।

প্রশ্নটি খেয়াল করলে দেখবেন, তিন শূন্য তিন চার বলা হয়েছে। তাই উত্তরটি হবে ‘ক’। কেননা, প্রশ্নে যদি তিনটা শূন্য তিন চার বলা হতো তা হলে উত্তর হতো ‘খ'(০০০৩৪)। এমনিভাবে, ‘গ’ (০০০৪৪৪), অপশনের প্রশ্ন হতো ‘তিনটা শূন্য তিনটা চার’। আর ‘ঘ’ (৩০৪৪৪), অপশনের প্রশ্ন হতো ‘তিন শূন্য তিনটা চার’।

এটি পড়ুন: মানুষের শরীরে কোন অ’ঙ্গটি জন্মের পর আসে, আবার মৃ’ত্যুর আগে চলে যায়?

অর্থাৎ, প্রশ্নে শুধু বলা হয়েছে, তিন শূন্য তিন চার। আর ‘তিন শূন্য তিন চার’ শুধুমাত্র ‘ক’ অপশনের সাথে মিলে। তাই বলা যায় ‘ক’-ই হলো সঠিক উত্তর।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।