
পরীক্ষার কথা শুনলেই মনটা খারাপ হয়ে যায়। এত এত পরীক্ষা দিতে দিতে, পরীক্ষার চাপ নিতে নিতে মাঝেমধ্যেই মনে হয় ধুরর! কেন যে এই পরীক্ষার দেয়ার নিয়মটা পৃথিবীতে আসলো! কখনো কখনো মনে হয়, যে ভদ্রলোক এই পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেছে তাকে সামনে পেলে ইচ্ছে মতো বকুনি দেয়া যেতো। আচ্ছা ভালো কথা, পরীক্ষার আবিষ্কারক কে? চলুন ধেরি না করে পরীক্ষার আবিষ্কারক কে জেনে নেই।
বিস্তারিত রইল প্রতিবেদনে পরীক্ষার আবিষ্কারক কে লিখে যদি আমরা গুগল বা যেকোন সার্চ মাধ্যমে খোঁজার চেষ্টা করি তাহলে একজন ব্যাক্তির ছবি আমাদের সামনে চলে আসে। তার নাম হল “হেনরি এ ফিশেল” (Henry Fischel)। সাধারনত তাকেই “পরীক্ষার জনক” হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি জন্মগ্রহণ করেন ১৯১৩ সালের ২০শে নভেম্বর জার্মানিতে।
তিনি ছিলেন ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। তিনি গ্রীক ও ইহুদি সাহিত্যের উপর বই লিখেছেন। তিনি ২০০৮ সালের মার্চ মাসের ১৮ তারিখে মৃত্যুবরণ করেন। পরীক্ষার আবিষ্কারক কে এই সম্পর্কে আলোচনা করতে গেলে আরো একজনের নাম আসে। তার নাম “হেনরি এ ফিশেল” (Henry Fischel)। তিনি ছিলেন ফরাসি দার্শনিক, যিনি পরীক্ষা এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে বক্তৃতা করেছেন।
আর পড়ুনঃ জ্যাক মা ব্যর্থতা থেকে সফলতার গল্প
পরীক্ষা সম্পর্কে তিনি যে দার্শনিক ধারনা দেন তা হল, “কোন বিষয়ে উপসংহারে পৌছানোর পূর্বে সেই বিষয় নিয়ে খুব বিচক্ষনতার সাথে পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া উচিৎ।” ধারনা করা হয় মিশেল হেনরিই সর্বপ্রথম দার্শনিক যিনি পরীক্ষার দর্শন নিয়ে আলোচনা করেছেন।