ফিচার

ইনজেকশনের আগে কয়েক ফোঁটা ওষুধ ফেলা হয় কেন

প্রত্যেকটা মানুষের কিছু না কিছু শারীরিক অসুস্থ শরীরে লেগে থাকে। শরীরে অসুস্থ থাকা স্বাভাবিক ব্যাপার। তাই কখনো কখনো দ্রুত সুস্থ হওয়ার জন্য আমরা ইনজেকশন ব্যবহার করে থাকি। বিভিন্ন ওষুধ কিংবা পরীক্ষার জন্য আমাদের শরীরে ইনজেকশন ফুটানো হয়ে থাকে। তবে জানেন কি ইনজেকশন দেওয়ার আগে কেন ডাক্তাররা দু ফোঁটা ওষুধ ফেলে নেন? আমরা সবাই জানি ইনজেকশনের জন্য সিরিন্জ ব্যবহার করা হয়।

ইনজেকশনের জন্য সিরিজটা দুইবার ব্যবহার করা যায় না একবারে ব্যবহার করতে হয়। ইনজেকশন দেওয়ার আগে কেন দুই থেকে তিন ফোটে ওষুধ ফেলা হয় চলুন জেনে নেওয়া যাক…ইনজেকশনে ওষুধ যখন ভরা হয় কিছু পরিমান বাবল সেখানে ঢুকে যায়।

আরো পড়ুন: পড়ে থাকা ওষুধের কার্টনে মিলল নবজাতকের লা’শ!

যার ফলে তেমনই যদি শরীরে পুশ করে দেওয়া হয় ব্লাডের মধ্যে ব্লকেজ হয়ে যাবে। যার ফলেই সাধারণ একটা মানুষেরও মৃত্যু হতে পারে। কিন্তু এমনটা যাতে না হয় সেই কারণেই সিরিঞ্জ এর মুখ পর্যন্ত ভরা হয় এই ওষুধ। তার পরে রোগীর শরীরে দিলে কোনো রকমের সমস্যা হয় না।

এটাই আসল কারণ যার ফলে ডাক্তার বাবুরা সামান্য ওষুধ আগে বাইরে ফেলে দেন। এবার থেকে চোখের সামনে ইনজেকশন দেখলে এই কথাটি অবশ্যই মনে রাখবেন। কারণ সতর্কতাই কিন্তু আমাদের জীবন বাঁচাতে পারে।

বাংলাদেশের এবং বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।