জাতীয়সন্দেশ

পাবনায় ব্যবসায়ীকে গু’লি করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা!

পাবনায় এক ব্যবসায়ীকে গু’লি করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। যদিও ওই ব্যবসায়ীর সাহসিকতায় ছিনতাইকারীরা ব্যর্থ হয়েছেন। তবে এ ঘটনায় গু’লিবিদ্ধ হয়েছেন তিনি। জানা গেছে, আহত ওই ব্যবসায়ীর নাম শামস ইকবাল (৪০) তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী শামস টেলিকম অপারেটর কোম্পানী গ্রামীণফোনের আঞ্চলিক ডিলার। তিনি মালঞ্চি গ্রামের এস এম সারওয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুন# নোয়াখালীতে হঠাৎ ঝড়ে পূজামণ্ডপ লন্ডভন্ড!

আহত ব্যবসায়ী শামস ইকবাল জানান, শনিবার রাতে তিনি আতাইকুলা এলাকা থেকে ব্যবসায়ীক লেনদেনের ১৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে পাবনায় ফিরছিলেন। হঠাৎ রাজাপুর এলাকায় একটি এলপিজি গ্যাস স্টেশনের সামনে পেছন থেকে আসা মোটরসাইকেল আরোহীরা তার টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে।

এ সময় তিনি মোটরসাইকেল না থামিয়ে সামনে এগিয়ে যান। পরে দুর্বৃত্তরা পর পর কয়েক রাউন্ড গু’লি ছোঁড়ে। এর একটি গু’লি তার বাম হাতে বিদ্ধ হয়। গু’লিবিদ্ধ অবস্থাতেও তিনি না থেমে সামনে এগিয়ে যান। এতে তার পিছু ছাড়ে ছিনতাইকারীরা।

পরে, স্থানীয়রা ব্যবসায়ী শামসকে উদ্ধার করে শামসকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শামস ইকবালকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত। ছিনতাই চেষ্টার ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।